আজিজুল মল্লিক, খানাকুল, আপনজন: হুগলির খানাকুলের চকভেদুয়া ফুটবল ময়দানে রবিবার খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস চৌধুরীর নেতৃত্বে সাংগঠনিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক রামেন্দু সিংহ রায়, চেয়ারম্যান জয়দেব জানা, মহিলা সভানেত্রী শিখা দলুই, যুব সভাপতি পলাশ রায়, এছাড়াও জেলা ব্লক কর্মাধ্যক্ষ অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীবৃন্দ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন এবং মানুষের সমস্যাগুলো শোনার পর সমাধানের চেষ্টা করুন। মানুষ সুযোগ-সুবিধা পাচ্ছে দুয়ারে শিবির থেকে। সরকারের উন্নয়নগুলো তােই মানুষের কাছে তুলে ধরতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct