নিজস্ব প্রতিবেদক, লালবাগ, আপনজন: এক অনাড়ম্বর পরিবেশে মুর্শিদাবাদের লালববাগের গঙ্গার কোল ঘেঁষে অশোক মহলে ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হল সাহিত্য সম্মেলন, চাতক পুরস্কার ২০২২। ১৭ ডিসেম্বর প্রথম দিন সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল্লাহ শামিম, প্রধান অতিথি ছিলেন সিটি হাসপাতালের কর্ণধার ডা.আবুল কালাম আজাদ, সভাপতিত্ব করেন লেখক গবেষক সাধন কুমার রক্ষিত। এদিন বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলার রেনেসাঁ সম্পাদক আজিজুল হক, ড. আসরফী খাতুন, কুনাল কান্তি দে, তায়েদুল ইসলাম প্রমুখ।১৮ডিসেম্বর দ্বিতীয় দিন বিষয়ভিত্তিক আলোচনা করেন কবিতা নিয়ে তৈমুর খান, ছোট গল্প নিয়ে অধ্যাপক সহিদুল ইসলাম, উপন্যাস নিয়ে মনিরুদ্দিন খান, সংবাদপত্রে সাহিত্য চর্চা নিয়ে অনুপম অধিকারী প্রমুখ। চাতক-এর মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইতিহাসবেত্তা খাজিম আহমেদ এবং সম্পাদক শেখ মফেজুলের নিরলস প্রচেষ্টায় দাঁড়িয়ে থাকা এই ফাউন্ডেশনটি বাংলা সাহিত্যের জন্য সুদীর্ঘ সময় ধরে নিবেদিত প্রাণ। প্রাণবন্ত অনুষ্ঠানটির সূচনা হয় সম্পাদক শেখ মফেজুলের প্রাণবন্ত সঞ্চালনায় এবং পরবর্তীতে এতে গতি এনে দেন বিশিষ্ট চিকিৎসক সাহিত্য অনুরাগী ডা. আবুল কালাম আজাদ ও ড. সাইফুল্লাহ শামিম। দুদিন ব্যাপী চলা এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় দুই বাংলার ১৩জন কবি সাহিত্যিককে। প্রথম দিন চাতক সম্মাননা ২০২২ প্রদান করা হয় সোনিয়া তাসনিম খান (বাংলাদেশ), এস এম নিজামুদ্দিন (ভারত), অপূর্ব কুমার সেন, মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস, মোকতার হোসেন, নিয়াজুল হক, রাফিয়া সুলতানা, মাইনুদ্দিন সেখ প্রমুখকে। দ্বিতীয় দিন চাতক পুরস্কার ২০২২ প্রদান করা হয় ড আসরফী খাতুন (ভারত) ড. মহ. মুনকির হোসেন (ভারত), জহির উল ইসলাম ভারত), আব্দুস সামাদ (ভারত)। কবিতা পাঠে অংশ নেন সমীরণ খাতুন, সরফরাজ আলি, নাদিরা খাতুন, ইমতিয়াজ কবির, বিশ্বজিত মন্ডল, প্রদীপ হালদার, সোনালি আদিত্য প্রমুখ। এদিনের অনুষ্ঠানে কবিদের কণ্ঠে কবিতার ছন্দ গঙ্গার বাতাসকে মুখরিত করে তোলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct