আপনজন ডেস্ক: এবার বাংলাকে দূষণমুক্ত করতে পরিবেশবান্ধব যানের ওপর জোর দিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। তাই তারা দ্রুত সিএনজি ও বিদ্যুৎচালিত গাড়ি চালানোর ওপর জোর দিতে শুরু করেছে। জানা যাচ্ছে, আগামী ২ বছরের মধ্যে রাজ্যে বৈদ্যুতিক গাড়ির এক হাজার চার্জিং স্টেশন তৈরি হবে।এর মধ্যে ৮৪৯টি চার্জিং স্টেশন তৈরি হবে মূলত জাতীয় সড়কের পাশে। এ সব স্টেশনের পরিকাঠামো তৈরি করতে সাহায্য করবে রাজ্য বিদ্যুৎ দপ্তর। পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ নীতিতে সম্মতি রয়েছে দিল্লির। তাই তাদের পরামর্শ মেনে জাতীয় সড়কের পাশে প্রতি ২৫ কিমি পর একটি করে বৈদ্যুতিক চার্জিং স্টেশন তৈরি করা হবে। পেট্রোল পাম্পগুলোতে যে সব স্টেশন তৈরি করা হবে, সেখানে গ্রিড তৈরি থেকে শুরু করে যা যা করণীয় তা করবে বিদ্যুৎ দপ্তর। এই কাজের দায়িত্বে থাকবে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। সম্প্রতি দু’টি অ্যাপ চালু করেছে বিদ্যুৎ দপ্তর। একটির নাম ‘ইভিবন্ধু', যেখানে সাধারণ মানুষ পাম্পিং স্টেশনগুলোর অবস্থান জানতে পারবেন। কোথায় কোথায় চার্জিংয়ের দাম কত, তাও জানতে পারবেন। আরেকটি অ্যাপের নাম দেওয়া হয়েছে ‘ইভিসাথী’। যেখানে বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত সচেতনতার কথা বলা হবে। জানা যাচ্ছে, কলকাতার পাশাপাশি, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, কৃষ্ণনগর, বর্ধমানের মতো শহরে এই স্টেশন থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct