নিজস্ব প্রতিবেদক, নিউ টাউন, আপনজন: বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। আর তার আগেই বাসিন্দাদের কাছে এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরার প্রচেষ্টা। মঙ্গলবার রাজারহাট ব্লক অন্তর্গত পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় পাথরঘাটা হাই স্কুল মাঠে একটি বার্ষিক গ্রামসভা বৈঠক ডেকে বাসিন্দাদের কাছে বিগত পাঁচ বছরের পঞ্চায়েতের পরিষেবা সহ সরকারি নানাবিধ প্রকল্পের কাজের পরিসংখ্যান তুলে ধরলেন খোদ পঞ্চায়েত প্রধান উত্তম বিশ্বাস। সেই সভায় উপস্থিত ছিলেন অঞ্চলের ২১টি সংসদের নাগরিকরা। সেখানে বাসিন্দাদের সামনে সরকারি রাস্তাঘাট, জল, নিকাশি, আলো-সহ দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী একাধিক প্রকল্পের সুবিধার তুলে ধরার পাশাপাশি পঞ্চায়েতে যাবতীয় উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান নাগরিকদের বুঝিয়ে দিলেন প্রধান উত্তম বিশ্বাস। একইসঙ্গে, চলতি পঞ্চায়েত বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই বাসিন্দাদের তোলা বাকি কাজ গুলিও দ্রুত সমাধানের আশ্বাস যুগিয়েছে প্রধান। এদিনের এই গ্রামসভা বৈঠকে উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আফতাব উদ্দিন, পঞ্চায়েত বোর্ডের দলনেতা কার্তিক মণ্ডল, সদস্য কমল মন্ডল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct