নকীব উদ্দিন গাজী, বকখালি, আপনজন: সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট এর অন্তর্গত বকখালি ট্রাফিক গার্ড এর উদ্বোধন করলেন ডক্টর তনময় রায় চৌধুরী( আইপিএস ইন্সপেক্টর জেনারেল অফ প্রেসিডেন্সি রেঞ্জ). সঙ্গে উপস্থিত ছিলেন এসপি ভাস্কর মুখার্জি সুন্দরবন পুলিশ জেলা. সেই সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকগণ। বকখালিতে বহু পর্যটক ভিড় জমায় এবং সেখানে এই ট্রাফিক গার্ডের অফিস উদ্বোধন হওয়ার ফলে অনেকটাই সুবিধা হবে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct