এহসানুল হক, বসিরহাট, আপনজন: কালিনগর সূন্দরবন প্রতিবন্ধী সংস্থার ব্যবস্থাপনায় প্রতিবন্ধী শনাক্তকরণ এর কাজ শুরু হল। সন্দেশখালির কালিনগরের কর্মতির্থে বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিবন্ধীদের লাইন ছিল চোখে পড়ার মতো। এদিন বিভিন্ন প্রতিবন্ধীরা তাদের ট্রাইসাইকেল নেওয়ার জন্য এই আবেদন করে বলে জানা গিয়েছে। এদিন উপস্থিত এলাকার বিশিষ্ট জনেরা ঘোষপুর সাস্থ্য আধিকারিক দেবব্রত বিশ্বাস, সংগঠনের সভাপতি হাসানুর গাজী, সম্পাদক গনেশ চন্দ্র কামিলা, সন্দেশখালি ১ নম্বর ব্লকের সভাপতি দিপুদাস। এদিন সংগঠনের সভাপতি হাসানুর গাজী তিনি বলেন, আমার এলাকায় বহু প্রতিবন্ধী রয়েছেন যারা অসহায়। তাদের কথা ভেবে চিকিৎসকদের সঙ্গে নিয়ে এদিন তাদের কাছ থেকে বিভিন্ন কাগজপত্র জমা নেয়া হয়েছে। এ কাগজপত্র পর্যালোচনা করে আমরা ট্রাইসাইকেল এর ব্যবস্থা করব। আরো যাতে তারা সুযোগ সুবিধা পায় তা ভাবা হচ্ছে। এদিন সম্পাদক বলেন, আমার সংস্থা বিভিন্ন কাজ করছে বিভিন্ন এলাকায়, আমরা আজ এসেছিলাম কালিনগরে, এখানে দেখলাম বহু প্রতিবন্ধীরা এসেছেন, তাদের কাগজপত্র জমা নেওয়া হয়েছে তাদের কিভাবে সুযোগ-সুবিধা করা যায় আমরা দেখছি
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct