আপনজন ডেস্ক: ২০১৮ সালের বিশ্বকাপ শিরোপা জিতেছিল ফ্রান্স। সেই শিরোপা ধরে রাখার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পেরা। ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ হাতছাড়া করে ফ্রান্স। তবে এমবাপ্পে-গ্রিজমানদের বীরের সম্মানই দিয়েছে ফরাসি সমর্থকরা।ফাইনালের পরদিন সোমবার সন্ধ্যায় প্যারিসে পা রাখে ফ্রান্স ফুটবল দল। হারের পরও এভাবে বরণ করে নেওয়া হবে সেটা হয়তো ভাবতে পারেননি তারাও। ফ্রান্স দলকে বরণ করতে প্লেস দে লা কনকর্দে উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার সমর্থক। আতশবাজির ঝলকানিতে ছেয়ে যায় পুরো এলাকা। তাই সব হতাশা কাটিয়ে এমবাপ্পেরা হোটেল দে ক্রিলিয়নের ব্যালকনি থেকে তাল মেলান সমর্থকদের উদযাপনে। একসঙ্গে বেশ কয়েকটি গানও গেয়ে ওঠেন তারা।
নিজ দেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, ‘ফ্রান্স পুরুষ ও নারী যতসংখ্যক মানুষ আমাদের সমর্থন দিয়েছে তাদের ধন্যবাদ জানানোটা আমাদের কর্তব্য। তারা প্রচুর শক্তি দিয়েছেন এই ফ্রান্স দলকে। শেষটা নিষ্ঠুর ও বেদনাদায়ক হলেও একসঙ্গে অনুভূতিগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ও চলাকালীন প্রচুর কঠিনতা সত্ত্বেও আমরা যা কিছু করেছি তা ভুলে যাওয়া উচিত নয়। ’দামও ছিল সর্বকালের সর্বোচ্চ। অর্থাৎ এত দামি টিকিট কেটে আগে কখনো বিশ্বকাপের খেলা দেখতে হয়নি ফুটবলপ্রেমীদের। জার্মান সংস্থাটির হিসাবে, ২০১৮ বিশ্বকাপের তুলনায় ২০২২ বিশ্বকাপে টিকিটের দাম প্রায় ৪০ শতাংশ বেশি। কাতার বিশ্বকাপে ফাইনাল ম্যাচে প্রতিটি টিকিটের গড় দাম ছিল ৬৮৪ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৭ হাজার টাকার বেশি। ফলে গোটা টুর্নামেন্টে প্রতিটি আসনের জন্য গড়ে ২৮৬ পাউন্ড দামে ৩০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে ধরলে এই খাত থেকে ফিফার আয় হয়েছে প্রায় ১০০ কোটি ডলার। অর্থাৎ এ খাতে পূর্বধারণার চেয়ে প্রায় দ্বিগুণ আয় হয়েছে সংস্থাটির।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct