আপনজন ডেস্ক: মাস কয়েক আগে বারুইপুর সংশোধনাগারে জিয়াউল হক নামে এক বিচারাধীন বন্দির রহস্যমৃত্যুর কিনারা হতে না হতেই গল্ফগ্রিন থানার আজাদগড়ে পুলিশের মারে দীপঙ্কর সাহা যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে প্রশ্ন ওঠে। এমনকী সম্প্রতি সিবিআই হেফাজতে থাকা লালন সেখের মৃত্যু ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়। সেই বিতর্ক কাটতে না কাটতেই এবার দমদম সেন্ট্রাল জেলে সাবির আলি ওরফে হিরু নামে এক যুবকের মৃত্যু ঘিরে বিক্ষোভে ফেটে পড়েছেন উত্তর ২৪ পরগনার বারাসতের কাজিপাড়া এলাকার মানুষ। জানা গেছে, কাজিপাড়া এলাকায় মদের ঠেক, গাঁজার রমরমার প্রতিবাদ করতেন সাবির আলি। এলাকায় হিরু বলেই জনপ্রিয় ছিলেন সাবির আলি। বাসিন্দাদের অভিযোগ সেই প্রতিবাদী ভূমিকার জন্য পুলিশ তাকে মিথ্যা মামলায় ফাঁিসয়েছে। আর তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দমদম জেলে আটক রাখে। আর তার উপর অত্যাচারের কারণে তার মৃত্যু হয়। মঙ্গলবার বারাসত থানার পুলিশের কাছ থেকে পরিবার সাবিরের মৃত্যুর খবর জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তারপরই বিক্ষুব্ধ এলাকাবাসী টায়ার জ্বালিয়ে দুপুর দেড়টা থেকে বেশ খানিকক্ষণ ধরে অবরোধ করেন টাকি রোড। ভরদুপুরে অনেকক্ষণ অবরোধ চলায় টাকি রোডে যানজটের সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে পড়ে বারাসতের ব্যস্ত এই রাস্তা। বিক্ষোভের খবর পেয়ে বারাসত জেলা পুলিশের উচ্চপদস্থ অাধিকারিকরা ঘটনস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার ব্যবস্থা করেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct