নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বড়দিনের রাত থেকে বঙ্গে ঠান্ডার প্রকোপ কমবে । সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি, বৃদ্ধি পাবে, আগামী রবিবার থেকে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, আগামী পাঁচ দিন বঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে কুয়াশার প্রকোপ বৃদ্ধি পাবে । বর্তমানে যে শীতের আমেজ রয়েছে সেটাও উধাও হবে বড়দিনে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে সাগরে। এর ফলে বড় দিনে আরো বাড়বে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা হবে উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুরে। হালকা মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। উত্তুরে হাওয়ার গতি কমে গেছে। তাই শীতের আমেজ কমেছে রাজ্যে। আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তারপর থেকে আরও একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। আর তার ফলেই রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। তবে বড়দিনে বঙ্গে শীতের প্রকোপ কমলেও, বর্ষবরণের রাতে শীতের প্রকোপ ফিরে আসবে কিনা তা নিয়ে এখনই ভবিষ্যৎ বাণী করতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত কয়েকদিন ধরে বঙ্গে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। উত্তরের হাওয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস হয়েছিল। কিন্তু সেই আবহাওয়া চিরস্থায়ী হলো না আপাতত
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct