এহসানুল হক, বসিরহাট, আপনজন: পারিবারিক জমি বিবাদের জেরে উত্তেজনা ছড়াল বসিরহাটের শ্বেতপুর এলাকায়। পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে যখন বিশ্বকাপ দেখায় ব্যস্ত ছিল মানুষ ঠিক সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে মাহমুদ মোল্লার বাড়ি ভেঙে দেয় ,যার ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় তার বাড়ি। সকালে এলাকায় গিয়ে দেখা মিলল বহু মানুষকে। সাংবাদিকদের দেখেই বহু মানুষ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই জমিকে কেন্দ্র করে বিবাদ চলছে। সেই বিবাদের জেরে একদিন আগে আক্রান্ত হয় মাহমুদ এবং তার পরিবার। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন । আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে নিয়ে যাওয়া হবে কলকাতার একটি হাসপাতালে। রবিবার রাতে বাড়িতে না থাকায় তাদের ঘর ভেঙে দেওয়া হল। এটা কোনদিন আমরা মেনে নিতে পারব না, এর কঠিনতম সাজা চায়। পারিবারিক বিবাদ এর জেরে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ তদন্তে নেমেছে। এদিন পিফা পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর মন্ডল বলেন, দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে এদের পরিবারের মধ্যে বিবাদ লেগেই থাকতো। কয়েক দিন আগে জমি বিবাদ সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল বাধে। এই গন্ডগোলে চরমভাবে আক্রান্ত হয় মাহমুদ মোল্লা ও তার স্ত্রী। ঘর ভেঙে দেওয়া হয়। বসিরহাট থানার সাহায্য নিয়ে দোষীদের চরমতম শাস্তির দাবি করছি। এটা কোন রাজনীতির বিষয় নয় বলে জানাচ্ছেন তারা। এদিন মাহমুদ মোল্লার আত্মীয় বলেন, জমি বিবাদকে কেন্দ্র করে বহুদিন ধরেই আমাদের সঙ্গে শত্রুতা লেগেই রয়েছে। দুদিন আগে আমার ভাইকে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং আমার ভাবিকেও। রাজনীতির প্রতিহিংসার শিকার হচ্ছে। যে জমি নিয়ে কোট বিচার করছে আর সেই জমি নিয়ে গন্ডগোলের শিকার আমরা। যদিও রাজনীতির রং নেই বলে জানাচ্ছেন এলাকার তৃণমূল নেতৃত্বরা
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct