আপনজন ডেস্ক: কনফেডারেশন অফ মাইনোরিটিজ অ্যান্ড দলিত অ্যাসোসিয়েশন ও আমানত ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় পালিত হল আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস। বিশ্বজুড়ে সংখ্যালঘুদের অধিকারের স্বীকৃতি দিতেই ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়। সেই অধিকারের কথা মাথায় রেখেই কনফেডারেশন অফ মাইনোরিটিজ অ্যান্ড দলিত অ্যাসোসিয়েশন ও আমানত ফাউন্ডেশন উদ্যোগ নেয় এই অনুষ্ঠান আয়োজন করার। রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশনের কর্ণধার তথা সিএমডিএ সেক্রেটারি মোহাম্মদ শাহ আলম, পশ্চিমবঙ্গের মাইনরিটি কমিশনের চেয়ারপার্সন তথা প্রাক্তন সাংসদ মমতাজ সংঘামিত্রা, বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম, গুডনিউস মিশন অফ ইন্ডিয়া ফাউন্ডার বিশপ শ্রীকান্ত দাস, আমানতের জেনারেল সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ, সমাজকর্মী সালাউদ্দিন আহমেদ প্রমুখ। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের এই অনুষ্ঠানে আমানত ফাউন্ডেশনের কর্ণধার শাহ আলম সংখ্যালঘু অধিকার নিয়ে বক্তব্য রাখেন। সিএমডিএ, ইউজিসি ও জেসিসিএসএল এবং আমানতের ২০ বছরের কাজের খতিয়ান ব্যাখ্যা করেন। বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম তার বক্তব্যে সংখ্যালঘুদের অধিকার নিয়ে আলোচনা করেন। বিশপ শ্রীকান্ত দাস সম্প্রীতি, সহাবস্থানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। মমতাজ সঙ্ঘমিতা সরকারি বিভিন্ন মাইনরিটি প্রকল্পের কথা বলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct