আপনজন ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানু এলাকার জঙ্গিরা দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কম্পাউন্ডের দখল নিয়েছে। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইতোমধ্যে এই ঘটনার দায় স্বীকার করেছে। এই অচলাবস্থা কাটাতে পাকিস্তান সরকার ও জঙ্গিদের মধ্যে আলোচনা চলছে। ১৫ ঘণ্টা পার হলেও এই বিষয়ে সুরাহা হয়নি বলে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার জঙ্গিরা সিটিডির একটি স্থাপনা কব্জা করে নেয় এবং কয়েকজন নিরাপত্তা কর্মীকে জিম্মি করে। খাইবার পাখতুনখোয়া সরকারের এক মুখপাত্র মোহাম্মদ আলি সাইফ বলেছেন, জিম্মি নিরাপত্তা কর্মীদের উদ্ধারে টিটিপি-এর নেতৃত্বের সঙ্গে আলোচনা করছে। সাইফ বলেন, আমরা আফগানিস্তানে পাকিস্তানি তালেবানের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করছি। তবে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বানুর পরিস্থিতি উত্তপ্ত। পুলিশ ও নিরাপত্তা সংস্থা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct