টেস্ট-এর পর মাধ্যমিকের বিশেষ প্রস্তুতি (ভৌত বিজ্ঞান)
পলাশ ঘোষ
শিক্ষক, গলাশিয়া সেবক সংঘ হাইস্কুল
মাধ্যমিক পরীক্ষার খুব কাছে আমরা চলে এসেছি। সিলেবাস শেষ এবং প্রস্তুতিও অনেকটা শেষের দিকে। ভৌত বিজ্ঞানে কিভাবে ভালো নাম্বার পাওয়া যায় সেই সম্পর্কে কিছু আলোচনা এখানে করা হবে। ভৌত বিজ্ঞানে কিছু প্রশ্ন হয় তথ্যভিত্তিক, কিছু হয় ব্যাখ্যা মূলক এবং কিছু হয় গাণিতিক সমস্যাভিত্তিক।উত্তর লেখার ক্ষেত্রে কিছু সাধারণ জিনিস আমাদের মাথায় রাখতে হয় যেগুলো তোমরা জানো হয়তো সেরকম কিছু হলো আলো চ্যাপ্টারের উত্তর লেখার সময় চিত্র দেওয়ার চেষ্টা করতে হবে এবং চিত্রে রশ্মির তীরচিহ্ন থাকতে হবে, যে কোনো সূত্রের বিবৃতি লেখার সময় সংশ্লিষ্ট গাণিতিক রূপটি দিতে হবে, রসায়ন বিভাগের প্রশ্নগুলির উত্তর লেখার সময় সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লিখে দিতে হবে, কোনো রাসায়নিক দ্রব্যের নাম লিখলে পাশে ব্র্যাকেটের এর মধ্যে তার সংকেতও লিখে দিতে হবে, রাসায়নিক বিক্রিয়ার শর্ত গুলি সমীকরণে দেখাতে হবে এবং বিভিন্ন পদার্থ গুলির ভৌত অবস্থা নির্দিষ্ট নিয়মে দেখাতে হবে। তাপন মূল্যের সংজ্ঞা লেখার সময় ‘সম্পূর্ণ দহন ‘ কথাটি অবশ্যই লিখতে হবে। মনে রাখতে হবে গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞায় চাপ ও ভর স্থির থাকে এবং উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধি করা হয়, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞায় ‘স্থিতাবস্থায়’ শব্দটি লিখতে অনেকেই ভুলে যায়।মোটর গাড়িতে ভিউফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তর লেখার সময় ‘দৃষ্টিক্ষেত্র বেশি’ লিখতেই হবে এবং এর সঙ্গে চিত্র দেবে।স্নেলের সূত্র লেখার সময় দুই মাধ্যমের বিভেদতলে ‘আনতভাবে’ আপতিত আলোকরশ্মি - লিখতে হবে। বিক্ষেপণ এবং বিচ্ছুরণ শব্দদুটি শুনতে অনেকটা একই রকম মনে হলেও দুটি সম্পূর্ণ ভিন্ন ঘটনা, লেখার সময় সচেতন থাকবে।
ওহমের সূত্রের গাণিতিক রূপে I সমানুপাতিক V হয় কিন্তু V সমানুপাতিক I হয় না, রোধাঙ্ক এর সংজ্ঞায় নির্দিষ্ট উষ্ণতার কথা উল্লেখ করতে হবে।তেজস্ক্রিয়তার সংজ্ঞা এটিযে স্বতঃস্ফুর্ত ঘটনা তা লিখতে হবে। নিউক্লিয় সংযোজন বা বিভাজনের সংজ্ঞা লিখলে উদাহরণস্বরূপ নিউক্লিয় বিক্রিয়ার সমীকরণ দেবে।আয়োনাইজেশন শক্তির সংজ্ঞায় বেশ কিছু শর্ত আছে যেগুলি প্রতিটি লিখতে হবে। লুইস ডট গঠন গুলি ভালো করে প্র্যাকটিস করবে। প্রতিটি ধাতুর দুটি করে আকরিকের নাম এবং সংকেত মনে রাখবে। গুরুত্বপূর্ণ সংকর ধাতু গুলির উপাদানগুলি এবং ব্যবহার মনে রাখতে হবে।কার্যকরী গ্রুপ গুলির নাম ও সংকেত এবং মনোমার ও পলিমারের নাম ও সংকেত গুলি মারা রাখতে হবে। মাধ্যমিক পরীক্ষাকে জীবনের প্রথম বড় পরীক্ষা বলা যায়। এই পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তোমার পক্ষে যতটা সম্ভব সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। উত্তরগুলো বারবার লিখতে হবে এবং অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দের সাহায্য নিয়ে চেক করে নিতে হবে। ব্যাখ্যা মূলক প্রশ্নের উত্তরগুলির প্রতি যত্নশীল হতে হবে। যুক্তিগুলো যেনো ঠিকঠাক হয়। লেখার সময় ভাবতে হবে যেন তুমি পরীক্ষককে বোঝাচ্ছো। একটানা লিখবেনা, প্যারাগ্রাফ পাল্টে পাল্টে এবং সম্ভব হলে পয়েন্ট করে করে উত্তর লিখবে। যেসব জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে সেগুলিকে বিশেষ করে মনে রাখবে। পরীক্ষার জন্য অকারনে ভয় পাবেনা। তোমার একটাই কাজ তা হলো জানা জিনিস গুলো ঠিকঠাক ভাবে লিখে আসা। অজানা প্রশ্ন পরীক্ষা আসবে কিনা সেটা তোমার হাতে নেই। ফলে অজানা প্রশ্নের ভয় পেয়ে লাভ নেই, পরীক্ষা হলে বসে সেটা দেখা যাবে। নিজের সবটুকু দিয়ে প্রস্তুতি নাও আর নির্ভয়ে পরীক্ষা দাও। শুভেচ্ছা রইলো।
মডেল প্রশ্ন
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন 1 X 25 = 25
1. সৌরকোশে ব্যবহৃত অর্ধপরিবাহীটি হলো –(a) সিলিকন(b)জার্মেনিয়াম
(c)গ্যালিয়াম আর্সেনাইড(d) সবগুলি
2. সুইট গ্যাস বলতে কোন গ্যাসটিকে বোঝায় – (a) প্রাকৃতিক মিথেন (b)কয়লাখনির মিথেন (c) সালফার ডাই অক্সাইড (d) এল পি জি
3. কোন পদার্থটির ওজোন স্তর ধ্বংসের ক্ষমতা সর্বাধিক –(a) CFC(b)CH4
(c)CO2 (d)NO2
4. বায়ুমন্ডলের কোন অংশের গড় উষ্ণতা সর্বাধিক – (a) থার্মোস্ফিয়ার(b) থার্মোপজ (c) মেসোস্ফিয়ার (d)মেসোপজ
5. স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে উহার চূড়ান্ত আয়তন প্রাথমিক আয়তনের–
(a) দ্বিগুণ হবে (b) চারগুণ হবে
(c) অর্ধেক হবে(d) একই থাকবে
6. একটি দ্বিপরমাণুক গ্যাসের বাষ্পঘনত্ব 16 হলে উহার পারমাণবিক গুরুত্ব –
(a) 4 (b) 8 (c) 16 (d) 32
7. আদর্শ গ্যাসের সম্পর্কে কোন কথাটি সত্য নয় –
(a) পাত্রের আয়তন অণুগুলির মোট আয়তনের তুলনায় নগণ্য
(b) অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল শূন্য
(c) পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়
(d) অণুগুলির মধ্যে অনবরত পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয়
8. গ্যাসের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা –
(a) স্ফেরোমিটার (b) অ্যানিমোমিটার
(c) বোলোমিটার (d) ম্যানোমিটার
9. f ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলো ; জলের পরম প্রতিসরাংক 4/3 হলে দর্পণের নুতন ফোকাস দৈর্ঘ্য হবে –
(a) 4f/3(b) 3f/4 (c) f(d) f/3
10. দিনের বেলায় আকাশ নীল দেখাবার কারণ আলোর –
(a) বিক্ষেপণ (b) শোষণ (c) বিচ্ছুরণ(d) প্রতিসরণ
11. একটি প্রিজমে প্রতিসরণের সময় কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম হয় – (a) লাল (b) বেগুনী
(c) নীল (d) হলুদ
12. জলের মধ্যে থাকা আবদ্ধ বায়ুর বুদবুদ কিসের ন্যায় আচরণ করে –
(a) উত্তল লেন্স (b) উত্তল দর্পণ
(c) অবতল লেন্স (d) অবতল দর্পণ
13. একটি সমবাহু প্রিজমে আলোর প্রতিসরণের সময় দেখা যায় যে, নির্গমন কোণ আপতন কোণের অর্ধেক । যদি বিচ্যুতি 150 হয়, তাহলে আপতন কোণ কত – (a) 300 (b) 400
(c) 500(d) 600
14. গৃহস্থালির বর্তনীতে কোন তারটি শূন্য বিভবে থাকে –
(a) লাইভ তার (b) নিউট্রাল তার
(c) আর্থিং তার (d) নিউট্রাল ও আর্থিং তার
15. তড়িৎচুম্বক নির্মাণে কোন উপাদানটি সর্বাধিক উপযোগী – (a) ইস্পাত (b) নিকেল (c) তামা (d) কাঁচা লোহা
16. নীচের কোন বস্তুটি একটি অওহমীয় পরিবাহী –(a) অর্ধপরিবাহী ডায়োড(b) বালবের ফিলামেন্ট(c) তড়িৎ বিশ্লেষ্য পদার্থ(d) সবগুলিই
17. সর্বাধিক তড়িৎ ঋণাত্মক হ্যালোজেনটি হলো – (a) ক্লোরিন(b) ফ্লুওরিন (c) ব্রোমিন (d) আয়োডিন
18. নীচের কোনটি ক্ষারধাতুর বৈশিষ্ট্য –
(a) ইহারা একক ধনাত্মক আধানবিশিষ্ট ক্যাটায়ন দেয় (b) ইহাদের সর্ববহিঃস্থ কক্ষে একটিমাত্র ইলেক্ট্রন থাকে
(c) ইহারা হাইড্রোজেনকে বিজারিত করতে পারে (d) উপরের সবগুলি
19. সকল তেজস্ক্রিয় ধাতুর খনিতেই পাওয়া যায় এরুপ গ্যাসটি হলো –
(a) হাইড্রোজেন (b) হিলিয়াম (c) অক্সিজেন (d) নাইট্রোজেন
20. নিম্নলিখিত কোন যৌগটিতে তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজী এই তিন প্রকার বন্ধনই দেখা যায় –
(a) NH4Cl (b) KCN (c)H2O2(d) Mg(OH)2
21. নীচের কোন মৌলিক পদার্থের অণুতে সমযোজী ত্রিবন্ধন দেখা যায় –
(a) নাইট্রোজেন (b) হাইড্রোজেন
(c) অক্সিজেন (d) ক্লোরিন
22. একটি সমযোজী পোলার দ্রাবক হলো –
(a) হেক্সেন(b) হাইড্রোজেন পারক্সাইড
(c) বেঞ্জিন(d) ক্লোরোফর্ম
23. অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে –
(a) জারণ(b) বিজারণ (c) সংযোজন(d) বিয়োজন
24. রুপার গহনার উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোনটি নিতে হবে – (a) পটাশিয়াম অরোসায়ানাইড (b) পটাশিয়াম আরজেন্টোসায়ানাইড (c) সিলভার নাইট্রেট (d) সিলভার ব্রোমাইড
25. কোন ধাতুর তড়িৎ বিশোধনের সময় অ্যানোড মাড পাওয়া যায় –
(a) Cu (b) Mg (c) Al (d) Fe
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct