নিজস্ব প্রতিনিধি, শাসন, আপনজন: উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকার স্বস্তি ভিলেজে ১৬ তম ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রাজ্যের মাদ্রাসা শিক্ষক-শিক্ষা কর্মী সমিতির। জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রায় ৩ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। আগামী ৬-৭ ফেব্রুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা রাজ্য সম্মেলনকে সফল করে তোলার জন্য রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের কাছে আবেদন জানানো হয়। সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, রাজ্যের অধিকাংশ মাদ্রাসাতে ৮ থেকে ১০ জন শিক্ষকের পথ শূন্য আছে। তাই সরকারের কাছেও আবেদন যত দ্রুত সম্ভব মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হোক। এরাজ্যে প্রায় ৫ শতাধিক মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের অবস্থা আরো শোচনীয় বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এই সমস্ত মাদ্রাসায় দীর্ঘ ১১ বছর কোন শিক্ষক নিয়োগ না হওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ হওয়ার মুখে।
তাই সেখানেও দ্রুত আইন প্রণয়ন করে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হোক। উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদক আতিয়ার রহমান বলেন বহু শিক্ষক কে পেছনের দরজা দিয়ে নিয়োগ করা হচ্ছে সরকার এই সমস্ত ভো শিক্ষকদের বিষয়ে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য দাবি জানান। সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আজকে মাদ্রাসাগুলো র যে উন্নয়নের পথে আছে তা শিক্ষক সমিতির অবদান। সমিতির উপদেষ্টা মন্ডলীর কনভেনার সৈয়দ সাফাকাত হোসেন বলেন, আজকের সার্ভিস কমিশন মাদ্রাসা পর্ষদ সবই সমিতির অবদান। রাজ্য সম্পাদক আলী হোসেন বলেন, আগামী দিনে আমাদেরকে দলবদ্ধভাবে রাজপথে নামতে হবে আন্দোলনের মাধ্যমে মাদ্রাসাকে বাঁচানোর জন্য। জেলার সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, মাদ্রাসাগুলোর ঐতিহ্য বাঁচাতে আমাদেরকে দলবদ্ধভাবে এই সমিতির ছায়া তলে এসে লড়াই করতে হবে। আগামী তিন বছরের জন্য শহিদুল ইসলামকে সভাপতি, আতিয়ার রহমানকে সম্পাদক কবিউল ইসলামকে যুগ্ম সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct