সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলার খয়রাসোল থানার ভীমগড় সংলগ্ন চূড়র গ্রামে ইসকনের ভক্তি বেদান্ত ভোকেশনাল ট্রেনিং আশ্রমের ভজন কুঠির আগুনে ভষ্মীভূত হয়ে যায় শনিবার। আগুনের লেলিহান তাপপ্রবাহের ফলে ভজন কুঠিরে থাকা বিগ্রহ, তুলসী বৃক্ষ, বিছানা পত্র সহ সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। কুঠিরের মধ্যে এক ভক্তর ঘুমন্ত অবস্থায় আগুন জ্বালানোর ঘটনা ঘটে,যদিও সে কোনরকম প্রাণে বেঁচেছেন। ভজন কুঠিরে অগ্নিসংযোগ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে তাদের আশ্বাস দেন যে, ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে। খয়রাশোল থানার পুলিশ তদন্তে নেমেই ৪৮ ঘন্টার মধ্যে স্থানীয় থানার চূড়র গ্রাম থেকেই কার্তিক চন্দ্র দাস, বাপ্পা গড়াই ওরফে ভোম্বল ও তাপস ধীবর নামে তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। বিচারক তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের এপিপি রাজেন্দ্র প্রসাদ দে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুর মহকুমার অ্যাডিশনাল পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করে জানান, যারা আগুন লাগিয়েছে তারা মূলত মদখোর। ওখানে আশ্রম হওয়ায় কাজকর্মে অসুবিধা হচ্ছিল। তাই তারা আগুন লাগিয়েছে বলে স্বীকারোক্তি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct