আপনজন ডেস্ক: আগামী মাসে রাজস্থান সরকারের রাজ্য বাজেট। তার আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সেখানকার দারিদ্র্য সীমার নীচে থাকা মানুষদের জন্য শোনালেন এক বড় খবর। আগামী বাজেট অনুযায়ী রাজস্থানের বিপিএল কার্ডধারীরা গ্যাস সিলিন্ডার পাবেন মাত্র ৫০০ টাকায়। সোমবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই ঘোষণা করেছেন। এদিন তিনি জানান, কেন্দ্রীয় উজ্জ্বলা প্রকল্পের আওতায় গরিবদের এলপিজি সংযোগ দিলেও সিলিন্ডার ফাঁকা পড়ে আছে। কারণ সিলিন্ডারের দাম ১,০৪০ টাকা পড়ছে। তাই রাজস্থানের গরিব মানুষদের সুবিধার্থে রিান্নার গ্যাস সিলিন্ডার মাত্র ৫০০ টাকায় দেবে গেহলট সরকার। তবে, বছরে মাত্র ১২টি গ্যাস সিলিন্ডার এই দামে পাওয়া যাবে। এ নিয়ে গেহলট বলেন, আগামী ১ এপ্রিল থেকে বিপিএল কার্ডধারীদের জন্র এই পরিষেবা চালু করা হবে। মুদ্রাস্ফীতির বোঝা কমাতে এই পরিকল্পনা বলে জানান তিনি। এর জন্য অশোক গেহলট একটা বিশেষ বিভাগও খুলছেন, যারা এই গ্যাস সিলিন্ডার বিতরণের বিয়ষটি দেখবে। উল্লেখ্য, প্রায় সব রাজ্যে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারে দাম হাজার ছাড়িয়েছে। তাই নাভিশ্বাস উঠছে গৃহস্থদের। তবে, রাজস্থানই প্রথম রাজ্য যারা দারিদ্র্যসীমার নীচে থাকার মানুষদের জন্য মাত্র ৫০০ টাকায় রান্নার গ্রাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct