আপনজন ডেস্ক: অসুস্থতা যাতে দায়িত্বে বাধা না হয় সেজন্য এক দশক আগে নিয়োগের পর পদত্যাগপত্রে সই করেছিলেন পোপ ফ্রান্সিস। সোমবার এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো এ তথ্য প্রকাশ করেছেন তিনি। শনিবার ৮৬ বছরে পা দিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি তার দায়িত্ব থেকে অসুস্থতার জন্য অব্যাহতি নিতে পারেন। স্প্যানিশ সংবাদপত্র এবিসি, দ্য পনটিফ জানায়, পোপ ফ্রান্সিক একটি পদত্যাগপত্রে সই করেছিলেন এবং সেটি দেশটির ভ্যাটিকান সচিব টারিসিসো বাটনের কাছে হস্তান্তর করেন। পোপ বলেন, আমি পদত্যাগপত্রে সই করেছিলাম। আমি তাকে বলেছিলাম যে, যদি আমার অসুস্থতা দায়িত্বের জন্য অন্তরায় হলে আমার পদত্যাগপত্র কার্যকর হবে। পোপ বলেন, বারটনের কাছে পদত্যাগপত্র দেওয়ার পর তিনি সেটিকে কী করেছেন তা আমার জানা নেই। কয়েক মাস ধরে হাঁটুর সমস্যার কারণে হাঁটার সক্ষমতা কমেছে পোপের। তিনি এখন হুইলচেয়ারের ওপর নির্ভর করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct