আপনজন ডেস্ক: বিশ্বকাপের মঞ্চকে ব্যবহার করে বিশ্ববাসীকে ‘শান্তির বার্তা’ দিতে চেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার বিশ্বকাপের ফাইনালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু ইউক্রেনের সেই অনুরোধ নাকচ করে দিয়েছে ফিফা। বিশ্বকাপকে কোনওরকম রাজনৈতিক কারণে ব্যবহার করা হোক তা চাইছেন না ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এক বছর হতে চলল রুশ আক্রমণের। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা করে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। হামলায় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল। পশ্চিমাদের সহায়তা নিয়ে হামলা প্রতিরোধ করে চলেছে ইউক্রেনীয় বাহিনী। খবর ডেইলি মেইলের রাশিয়ার হামলার শিকার হওয়ার পর থেকে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন মঞ্চে শান্তির বার্তা দিয়ে বক্তৃতা দিয়েছেন জেলেনস্কি। সেই একই কাজ তিনি করতে চেয়েছিলেন ফিফা বিশ্বকাপের ফাইনালের মঞ্চেও। তবে তার সেই অনুরোধ রাখছে না ফিফা। ফিফার ধারণা জেলেনস্কি বিশ্বকাপের মঞ্চকে রাশিয়া বিরোধী প্রচারের জন্য ব্যবহার করতে চাইছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct