নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: রবিবার বিশ্বকাপ ফাইনালের জ্বরে আক্রান্ত হয়ে পরল কলকাতা পুলিশের ট্রাফিক দফতর। বিকেল থেকেই ইএম বাইপাস সংলগ্ন এলাকা সহ দক্ষিণ কলকাতা থেকে উত্তর ও মধ্য কলকাতা যানজটে স্তব্ধ হয়ে যায়। অথচ রবিবার ছুটির দিন থাকায় ছিল না কোন রাজনৈতিক কর্মসূচি। অফিস কাছারি সবই বন্ধ ছিল। বিশ্ব কাপ জ্বরে যখন মহানগরী আক্রান্ত, সেই সময় ট্রাফিক দপ্তরের কর্মীদের তৎপরতা ছিল না কোথাও। ফলে একান্ত প্রয়োজন এ যারা রবিবার ছুটির দিনে মহানগরীর পথে বের হয়েছিলেন, নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল তাদের। বিকেলের পর থেকে এই যানজট সন্ধ্যা গড়িয়ে বিশ্ব কাপ শুরু হওয়া পর্যন্ত চলে সর্বত্র। কিন্তু কেন হঠাৎ এই যানজট ?কারণ স্পষ্টভাবে জানা যায়নি কলকাতা পুলিশের ট্রাফিক দপ্তরের কাছ থেকে। ট্রাফিক সিগন্যাল বিভ্রাট নেই ,শহরে কোন ভিভিআইপির আনাগোনা নেই, রাজনৈতিক মিটিং- মিছিল বিক্ষোভ নেই, কিন্তু তারপরেও রবিবার সন্ধ্যায় উল্টোডাঙ্গা থেকে সল্টলেক স্টেডিয়াম পেরোতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। দক্ষিণ কলকাতার বিজন সেতুতে উভয় মুখী যান চলাচল বাধা প্রাপ্ত হয় । সেন্ট্রাল এভিনিউ থেকে বিটি রোড সর্বত্রই স্বাভাবিক যান চলাচল রবিবার বারবার বাধা প্রাপ্ত হয়। নির্দিষ্ট সময় গন্তব্যস্থলে পৌঁছাতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি স্বীকার হতে হয় ।কিন্তু কেন ? উত্তর অজানা সকলের কাছে। কারণ রাস্তায় নেই ট্রাফিক সার্জেন্ট থেকে ট্রাফিক দপ্তরের অফিসাররা । হয়তো বিশ্বকাপ ফাইনালে জ্বরে তারাও আক্রান্ত । গুটি কয়েক সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ড আর ট্রাফিক কনস্টেবল তাদের অভিজ্ঞতার মাধ্যমে শহরে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালালেন । আর সেই অভিজ্ঞতাতে বাধা প্রাপ্ত হলো যানবাহনের গতি। সৌজন্যে : বিশ্বকাপ ফুটবল ফাইনালের রবিবার
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct