মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: শিক্ষার মানোন্নয়নে সরকারি উদ্যোগের রূপায়নে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর ২৪ পরগনার দেগঙ্গা চক্রের উদ্যোগে ১৭ ডিসেম্বর শনিবার অষ্টম বার্ষিক সাধারণ সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হল দেগঙ্গার ঝর্ণা ভবনে। এই সম্মেলনে উপস্থিত হয়ে শিক্ষক সমাজের প্রতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের কর্মজীবনের সফলতা কামনা করেন হাড়োয়া বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, সমাজে শিক্ষকের সম্মান সবার ঊর্ধ্বে হওয়া উচিত। কারণ শিক্ষকের হাত ধরেই বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষের আগমন ঘটে। তাই যে সমস্ত প্রকৃত শিক্ষক মন্ডলী আন্তরিকতার সঙ্গে তাঁদের পেশাকে বেছে নেবেন তাঁদের হাত ধরেই উঠে আসবে নব প্রজন্ম। স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল বলেন, এভাবেই সমাজের উন্নতিতে কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা ব্রতী হবেন। এছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান, উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার, দেগঙ্গা চক্রের সম্পাদক ঊষা দাস, সভাপতি রাকিব বিশ্বাস,শিক্ষা কর্মাধ্যক্ষ অসিত মন্ডল,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তুষার দাস, প্রধান বাবলু পাড়ুই,শাহাবুদ্দিন মন্ডল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct