নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের রাণাঘট বাণী সংঘের ময়দানের জনসভার থেকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী পঞ্চায়েত নির্বাচনই হবে আমার লক্ষ্য। পাঁচ বছর মানুষের কাছে মাথানত করে মানুষের জন্য কাজ করতে হবে। আ্র পাহারাদার হিসেবে আমি আছি। সমস্ত নদিয়া জেলার গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানদের এই নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে সাধারণ মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন নম্বর দিয়ে মানুষকে অভিযোগ জানাতে বলেন। তিনি আরও বলেন, আগামী দিন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এলাকার মানুষ যাকে চাইবে সেই হবে জনপ্রতিনিধি। কারণ তারা মানুষের পাশে থাকবে এবং মানুষের উন্নয়ন করবে। বিজেপিকে পরিযায়ী পাখি বলে অভিহিত করে বলেন, যেমন শীতের সময় আসে তেমনি ওরাও আসে। মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার জন্য সিএএ নাম করে মানুষকে ভয় দেখায়। যাদের কাছে ভোটর কার্ড আছে তারা ভোট দেন। আপনার ভোট দিয়ে নির্বাচিত করেছেন মুখ্যমন্ত্রী হয়েছে আপনার ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আপনার ভোট নির্বাচন আপনার রেশন পাচ্ছেন। তাই আপনারা নাগরিক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় জিজ্ঞেস করেন, পঞ্চায়েত প্রধান পার্থ প্রতিম দে আছেন কিনা। তাকে প্রশ্ন করেন, বলুন শেষ কবে গ্রামে গিয়েছিলেন? প্রধান থাকবেন কেন? সোমবারের মধ্যে ইস্তফা দিন। চার বছর এলাকায় যাননি। তিনি বলেন ব্লক তৃণমূল সভাপতিদের হুঁশিয়ারি দেন, প্রধান কাজ না করলে তার দায় আপনারও। জনসভায় ছিল মতুয়া সম্প্রদায়ের মানুষের ঢল। অল ইন্ডিয়া মতুয়া সাম্প্রদায়ের সভাপতি প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর জানান. ঠাকুর বাড়িতে অমিত সাহ এসেছিলেন, কিন্তু কিছু দেননি। মমতা বালা দাবি করেন, রাজ্য সরকার মতুয়া সম্প্রদয়ের জন্য ১০ কোটি টাকা দিয়েছে। তাতে উন্নয়ন কাজ চলছে। নবদ্বীপ বিধানসভার বিধায়ক নন্দু সাহা জানান, রানাঘাট লোকসভা কেন্দ্রে আমাদের সকলকে দলের শক্তি বৃদ্ধি করতে হবে। নদীয়া জেলা পরিষদের সভাপতি দাবি করেন, নদীয়া জেলায় গ্রাম পঞ্চায়েতের সব আসনে আমার জয় লাভ করব। রানাঘাট মানুষ ভুল করেছে আগামী দিন রানাঘাটের সাংসদ আমাদের হবে। আমার সবাই এখান থেকে শপথ নিয়ে যাবো কাঁধ কাঁধ মিলিয়ে লড়াই করব। রানাঘাটের প্রাক্তন সংসদ তাপস মণ্ডল বলেন, আমাদের ভুলের জন্য যেন কোনও ক্ষতি না হয়। রাজ্য সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোটে জয়ী করতে হবে তৃণমূলকে। মন্ত্রী আরও বলেন, রাজ্য যেভাবে উন্নয়ন করছে তা বিজেপি বরবাদ করার চেষ্টা করছে।তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, নোংরা রাজনীতি করা আগে মানুষের উন্নয়ন করুন। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct