বাবলু প্রামানিক, ক্যানিং, আপনজন: ক্যানিং মহকুমা শাসক ভবনে ক্যানিং মহকুমা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হয় নাবালিকা বিবাহ বন্ধ নিয়ে সচেতনতা শিবির।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন ক্যানিং মহকুমা শাসক প্রতীক সিং,ক্যানিং এসডিপিও দিবাকর দাস,বিভিন্ন হাইস্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিশিষ্টজনেরা।এদিন কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে প্রধান শিক্ষক চন্দন মাইতি নাবালিকা বিবাহ বন্ধ নিয়ে বিভিন্ন কাজের আলোকপাত করে তুলে ধরেন। তিনি বলেন, পুলিশ প্রশাসনের সহযোগিতায় তিনি ৫৮ টি নাবালিকার বিবাহ বন্ধ করেছেন। তাই সকল স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ সাধারণ মানুষজনকে এগিয়ে আসুক এই নাবালিকা বিবাহ বন্ধ করতে। তিনি আরও বলেন, যেহেতু নাবালিকা বিবাহ আইনত দণ্ডনীয় তাই মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর পূর্ণ হলে তবেই বিবাহ উপযোগী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct