আপনজন ডেস্ক: ইসলামের প্রধান সম্মানিত স্থান মক্কার পবিত্র মসজিদুল হারামে প্রথম বার জুমার খুতবা ও নামাজ পড়িয়েছেন শায়খ ড. ইয়াসির আল-দাওসারি। শুক্রবার পবিত্র কাবা ঘরের ইমাম ও খতিব হিসেবে এই দায়িত্ব পালন করেন তিনি। একই সময়ে পবিত্র মসিজদে নববিতে প্রথম বার জুমার খুতবা ও নামাজ পড়িয়েছেন শায়খ খালিদ আল-মুহান্না। জুমার খুতবায় শায়খ ইয়াসির আল-দাওসারি তাওহিদের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিরিক থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘একমাত্র মহান আল্লাহর ইবাদত করা এবং তাঁকে সৃষ্টিকর্তা ও একমাত্র প্রতিপালক হিসেবে বিশ্বাস করা একজন মুসলিমের প্রধান কর্তব্য। এটি ছিল যুগে যুগে সব নবী-রাসুলের দাওয়াতের প্রধান লক্ষ্য। ’ এরপর তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে এর ব্যাখ্যা তুলে ধরেন। এর আগে গত ৭ ডিসেম্বর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সম্মতিক্রমে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস তাঁদের নিয়োগের ঘোষণা দেন। ইসলামের সম্মানিত দুই মসজিদের মিম্বর থেকে বিশ্বের মুসলিমদের কাছে ইসলামের সাম্য-সম্প্রীতি ও মধ্যপন্থার বার্তা পৌঁছে দিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। শায়খ ড. ইয়াসির দাওসারি ১৯৮০ সালে সৌদি আরবের আল-খারাজ প্রদেশে জন্মগ্রহণ করেন। বাবা-মায়ের কাছে প্রাথমিক পড়াশোনা শেষ করে স্থানীয় মাদরাসায় হিফজ করেন। এরপর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর শেষ করেন। ১৯৯৯ সালে তিনি কিং আবদুল আজিজ মিলিটারি একাডেমিতে স্নাতক স্তরে এক বছর পড়েন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct