অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ তুলে সরব এলাকাবাসীরা। ঘটনায় পথ অবরোধ এলাকাবাসীদের। পথ অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। অবশেষে যুগ্ম সমস্ত উন্নয়ন আধিকারিকের আশ্বাসে উঠে যায় পথ অবরোধ, স্বাভাবিক হয় যান চলাচল। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত দ্বীপ খন্ডা গ্রাম পঞ্চায়েতের দারালহাট তেতুলতলা এলাকার ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নামের তালিকায় বেনিয়াম করা হয়েছে। ঘর প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে সেই নাম বাদ দেয়া হয়েছে। এলাকার অনেকের ক্ষেত্রেই এই বেনিয়ম ঘটানো হয়েছে। এই অভিযোগেই এদিন দারাল হাট তেঁতুলতলা মোড় এলাকায় বালুরঘাট- তপন ভায়া দারাল হাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা। এলাকাবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত না ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে এসে সমস্যার সমাধান আশ্বাস দেবেন ততক্ষণ তাদের এই অবরোধ চলতেই থাকবে। অন্যদিকে, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ ও ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। অবশেষে, তপন ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত পাঠক পুরো বিষয়টি ক্ষতি দেখে যথাপুযুক্ত ব্যবস্থা নেয়া আশ্রয় দিলে উঠে যায় অবরোধ স্বাভাবিক হয় পরিস্থিতি। এ বিষয়ে স্থানীয় এক গ্রামবাসী জানান, ‘আমাদের নাম লিস্টে ছিল। কিন্তু সেই নামের তালিকা থেকে পরবর্তীতে আমাদের নাম বাদ দেয়া হয়েছে। তারই প্রতিবাদে আজ আমরা আন্দোলন করছি। আমরা চাই ব্লক সমষ্টি উন্নয়ন উন্নয়ন আধিকারি এসে আমাদের সমস্যার সমাধান করুন। আমরা জানতে চাইছি, কেন আমাদের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct