আপনজন ডেস্ক: শনিবার নবান্নে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব যতটা বিএসএফের, ঠিক ততটা রাজ্যেরও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে, এদিন বিএসএফকে সীমান্তের অভ্যন্তরে ৫০ কিলোমিটার পর্যন্ত কাজ করার ক্ষমতা দেওয়ায় ক্ষোভ প্রকাশে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ও বিএসএফ অফিসারদের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। মমতা বলছে, নতুন আইনে কেন্দ্রীয় সরকার বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিয়েছে। এর জন্য ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্টের প্রয়োজন হবে না। আগে বিএসএফ মাত্র ১৫ কিলোমিটারের মধ্যে ব্যবস্থা নিতে পারত। এই পরিবর্তনে মমতা ক্ষুব্ধ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct