নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: যদি কোনো রাজনৈতিক দল চিৎকার করে বলতে পারে যে আমার দলে দুর্নীতি নেই, তাহলে আমি সেই দলের চাকারবৃত্তি করব । সেই পার্টি অফিস গিয়ে আমি ঝাড়ু দেবো। শনিবার দুর্নীতি প্রসঙ্গে এভাবেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান বিধায়ক ও নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। কলকাতা পৌর সংস্থার কাউন্সিলর ক্লাবের আয়োজিত রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
তিনি বলেন,আমরা চাইবো যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র রাজ্য নিজেদের সীমাবদ্ধ অধিকারের মধ্যে দিয়ে কাজ করুক। তাহলে দেশের যে ঐতিহ্য তথা পৃথিবীর বৃহত্তর গনতন্ত্র তা রক্ষা হবে। এমন কোনো সম্পর্ক হওয়া উচিত নয় যা সম্পর্কের অবনতি ঘটাবে। রাজনৈতিক ভাবে লড়াই হবে, যখন নির্বাচন হবে। কিন্তু আমাদের তো সারা বছর লড়াই করার কথা নয়। তাই দিল্লিকে বলবো এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যাতে যুক্ত রাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত করে ,গণতন্ত্রকে আঘাত করে। আমরা ও চেষ্টা করবো আপনাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার । তিনি বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার বেশি ভাগ দেশে মিলিটারি শাসন হয়েছে। কিন্তু ভারতে কোনো দিন মিলাটারি শাসন হয়নি। সেই পরম্পরা যাতে অক্ষত থাকে। ২০২৪ - এ বেশি আসন নিয়ে অমিত শাহর বক্তব্যকে সামনে রেখে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, তিনি তো নেতা, যদি উনি বলেন যে আরো কম আসন পাবে, সেটা ওনাকে মানাবে না। ওনার দায়িত্ব বেশি আসন পাবে বলা, তাই ওনি বলেছেন। তবে প্রকৃতপক্ষে তা হবে না। বিজেপি আসন আরো কমে যাবে বলে দাবি করেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের আবাস যোজনা দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরি রাজ সিংহের সঙ্গে দেখা করে নালিশ জানানো বিষয় নিয়ে তিনি বলেন যাক না যেখানে যাবে যাক। বিজেপি এই রাজ্যের জন্য কিছুই করছে না। শুধু তারা খুঁজে বেড়াচ্ছে কোথায় কি গলদ আছে। আরে চারটে গলদ পেলে কি হবে? কিন্তু লাখ লাখ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে দ্বারা উপকৃত হচ্ছেন। মানুষ সেটাই মনে রাখে। কোথায় চারটে ফুটো আছে তারা সেটাই দেখছে। গণতন্ত্রের সব ক্ষমতা আছে। কে কার দুর্নীতি বার করবে। আমি এখানেই দাড়িয়ে ফাইল বার করতে পারি যে কত বিজেপি নেতা দুর্নীতি সঙ্গে যুক্ত আছে। দুর্নীতি হতে পারে। সমাজে অনেক ভালো লোক আছেন অবারও খারাপ লোক আছেন। সব দলে দুর্নীতিগ্রস্থ লোক আছে। তিনি দাবি করেন, যদি কোনো রাজনৈতিক দল চিৎকার করে বলতে পারে যে আমার দলে দুর্নীতি নেই, তাহলে আমি সেই দলের চাকরবৃত্তি করব । তাদের পার্টি অফিস ঝাড়ু দেব ,বলে দাবি করেন তিনি। বিষ্ণুপুরের জেলা সাংগঠনিক সভাপতির বিজেপি বিধায়ক এবং সাংসদদের জুতো পেটা করা নিদান নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আমি এই ধরনের অশালীন মন্তব্যর তীব্র সমালোচনা করি। আমাদের মনে রাখতে হবে মানুষ আমদের দিকে তাকিয়ে আছে। এই ধরনের কোনো মন্তব্য করবো না যাতে, মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়। যিনিই বলেন এই ধরেনের কথা বলা তার উচিত নয় বলে জানান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct