নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম, আপনজন: ফের হাতির হামলায় মত্যু। মৃত্যু হল ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজের এক ছাত্রর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতি তাড়াতে গিয়ে এই পলিটেকনিক কলেজ ছাত্রের মৃত্যু হয়। মৃতের নাম হীরক মাহাত। বাড়ি সাঁকরাইল থানার খুদমরাই গ্রাম পঞ্চয়েতের আতাডিহা গ্রামে।জানা গেছে ,গ্রামবাসীদের সাথে হাতি তাড়াতে গিয়েছিলেন ওই পলিটেকনিক কলেজের ছাত্র হীরক। কলাইকুন্ডা রেঞ্জ এর খুদমরাই বনকাটির কাছে হঠাৎ করে একটি হাতি পাল্টা আক্রমন করলে পালাতে পারেন নি হীরক। ঘটনা স্থলেই হাতিটি তাকে শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হীরকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বন দফতরের কর্মীরা এবং পুলিশ এসে ওই ছাত্রের মৃত উদ্ধার করে নিয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, যত সময় যাচ্ছে,ততই জঙ্গলমহলে হাতির হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কখনো হাতির দল ঢুকে পড়ছে গ্রামে, কখনো আবার হানা দিচ্ছে, শস্যের সন্ধানে ধান ক্ষেতে। গ্রামবাসীদের বাড়িতেও হামলা চালাচ্ছে হাতির দল। ফলে আতঙ্কিত জঙ্গলমহলবাসী। জঙ্গলে খাদ্যের সংকট দেখা দাওয়াতেই হাতির দল বারবার লোকালয়ে ঢুকে পড়ছে এমনটাই মনে করছে বনদফতরের কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct