আপনজন ডেস্ক: এক শ্রেনির মানুষ পেট চালাতে, কিছু সম্পদ বাড়ানোর লোভে চুরি কিংবা ডাকাতি করে। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটেছে ঠিক উল্টো ঘটনা। হাতে কাজ ছিল না, বাড়িতে বসে একঘেয়েমি লাগছিল। সেই একঘেয়েমি কাটাতে ব্যাংকে ও গ্যাস স্টেশনে ডাকাতি করেন নিকোলাস জ্যাপাটার ল্যামাডরিড নামের ৪৫ বছর বয়সী ফ্লোরিডার ওই বাসিন্দা। গ্রেপ্তার হওয়ার পর তিনি ডাকাতির কারণ হিসেবে পুলিশকে 'একঘেয়েমি'র তত্ত্ব তুলে ধরেছেন। দুদিনের ব্যবধানে নিকোলাস জ্যাপাটার ল্যামাডরিড দুটি ডাকাতি করেন। প্রথমটি ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় একটি ব্যাংকে। ব্যাংককর্মীরা অভিযোগ করেন, মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ অর্থ ছিনিয়ে নেয় নিকোলাস। দু’দিন পর ৭ ডিসেম্বর সার্কেলে গ্যাস স্টেশনে ঢুকে কতকটা একই কায়দায় ডাকাতি করেন তিনি। যদিও দ্বিতীয় ঘটনায় অস্ত্র বের করতে হয়নি নিকোলাসকে। এমনভাবে তিনি পকেটে হাত ঢুকিয়ে রেখেছিলেন যে গ্যাস স্টেশনের কর্মী ভাবছিলেন পকেটে বুঝি অস্ত্র রয়েছে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন নিকোলাস চুরি করা অর্থ হাতে দোকানের বাইরে দাঁড়িয়ে সিগোরেট খাচ্ছিলেন। গ্রেপ্তারের পর, নিকোলাস পুলিশের কাছে অপরাধ করেছে বলে স্বীকারোক্তি দেন। কারণ হিসেবে তিনি জানান একঘেয়েমি কাটাতে তিনি এমন অপরাধ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct