অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: রাজ্য জুড়ে অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে প্রাণী সম্পদ সপ্তাহ। সেই মতো পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে জেলায় জেলায় ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সেই মতো সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত চকভৃগু প্রগতি সংঘ ময়দানে জেলা স্তরীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহের শুভ সূচনা সম্পন্ন হয়। রাজ্যে স্বনির্ভরভাবে দুধ ডিম এবং মাংস উৎপাদন করার পর্যালোচনা করতেই সরকারের তরফ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মেলা প্রাঙ্গণে রয়েছে বেশ কিছু স্টল। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলায় এই সপ্তাহ পালিত হলেও রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি এবছর পুরুলিয়া শহরে অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর অভিজিৎ মন্ডল জানান, রাজ্য জুড়ে সব ব্লকেই এই প্রোগ্রাম চলছে। দফতরের তরফে প্রতিবছরই মেলার আয়োজন করা হয়। এই মেলার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সচেতনামূলক বার্তা পৌঁছে দিচ্ছি। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ এর ভূমিকা সম্পর্কিত বিষয়ে আমাদের একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct