সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়ার ছাতনা ব্লকের কিষান- মান্ডিতে চাষীর ধান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা চরমে । ক্ষিপ্ত জনতা ভাঙচুর করলো কৃষাণ- মাণ্ডির অফিসে থাকা কাঁচের জানালা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছাতনা থানার পুলিশ । সূত্রে খবর বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের কৃষাণ-মান্ডিতে চাষীরা পরিষ্কার করা ধান নিয়ে গেলেও ১ কুইন্টাল পিছু ৮ থেকে ১০ কেজি করে ধান বাদ দেওয়া হচ্ছে, যা নিয়ে আজ উত্তেজনা ছড়ায় ছাতনায়। স্থানীয় চাষিদের অভিযোগ, তাঁদের থেকে সরাসরি ধান কেনার কথা বলা হলেও তাঁরা সেখানে ধান বিক্রি করতে গেলে কুইন্টাল পিছু ১০ কেজি করে বাদ দেওয়া হচ্ছে। কিছু ফড়ে ও মিল মালিকরা যোগসাজসে এই বেনিয়ম চালাচ্ছে । সরকারি নিয়ম অনুযায়ী, যে সকল চাষিদের কৃষকবন্ধু কার্ড রয়েছে তাঁরা প্রত্যেকে এই মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন। অথচ মিল-মালিকদের তান্ডবের জেরে সরকারি মুল্য থেকে বঞ্চিত হচ্ছেন গরিব চাষিরা। খোলা বাজারে ধানের দাম মাত্র ১৭০০ থেকে ১৭৫০ টাকা। সেখানে কিসান মান্ডিতে সরকার কুইন্টাল পিছু দাম দিচ্ছে ২০৪০টাকা। এই সুযোগে স্থানীয় কৃষক রা ভেবেছিলেন কিছুটা লাভবান হবেন তাঁরা। কিন্তু আজ এই ধানের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়াতে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। বেশকিছু কৃষক একত্রিত হয়ে মিল মালিককে অভিযোগ জানাতে গেলে তর্কবিতর্ক তে জড়িয়ে যান/ এবং পরে তা রণক্ষেত্রে পরিণত হয়ে - ভাঙচুর হয় কৃষাণ-মান্ডির দরজা সহ কাঁচের জানালা,,এই নিয়ে আমরা কথা বলেছিলাম কৃষক সহ মান্ডিতে থাকা “পারচেস অফিসারের সাথে” তা শুনাবো আপনাদের
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct