বাবু হক, উলুবেড়িয়া, আপনজন: হাওড়া জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া , পার পিপল্ এ্যাসোসিয়েশন ফর রিডিং এর আয়োজনে, তুলসীবেড়িয়া ফুটবল মাঠে, হাওড়া জেলা শিশু প্রতিভার সেরা লড়াই উনিশ তম বর্ষ,তুলশীবেড়িয়া শিশু উৎসব ও শিশু মেলা র প্রস্তুতি চলছে জোরদার বলে জানান পার ,পিপল্ এ্যাসোসিয়েশন ফর রিডিং এর সম্পাদক রগনাথ কোঁড়া আমাদের প্রতিনিধিকে। তিনি বলেন আগামী উনিশ থেকে ছাব্বিশ ডিসেম্বর , সোমবার থেকে রবিবার, তিন পৌষ থেকে দশ পৌষ পর্যন্ত আট দিন ধরে শিশু উৎসব ও শিশু মেলা অনুষ্ঠিত হবে। থাকছে হাজারো বিকিকিনির সাথে দোলনা, ঝোলন, শিশু ও নারী, সকলের মনের মত নানান ধরনের শিক্ষা,স্বাস্হ্য, সচেতনতামূলক কার্যক্রম, সেবা প্রদান পরিসেবা সহ আরো অনেক রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেন পার পিপল্ এ্যাসোসিয়েশন ফর রিডিং এর উৎসব কমিটির সভাপতি মহানন্দ হাজরা। অনুষ্ঠানে নানান ধরনের অতিথি থাকবেন প্রতিদিন।যতদিন যাচ্ছে ততই শিশু উৎসব ও শিশু মেলা র প্রস্তুতি জোরকদমে চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct