আপনজন ডেস্ক: কিছুদিন আগে এক মুসলিম কর্মী তার হিন্দু সহকর্শীর বা্িকে চড়ে অফিসে যচ্ছিলেন। তার জন্য জবরঙ দলের সমর্থকদের কোপে পড়তে হয়। এবার এক হিন্দু মহিলা এক মধ্য বয়সি মুসলিমের হাতে তার ব্যাগ রাখতে দেওয়া ও কেসঙ্গে বাসে ভ্রমণের দায়ে বজরং দলের নেকনজরে পড়লেন। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার মুডিবিদ্রে এলাকায়। ইংরেজি টিভি চ্যানেল টাইমস নাউ সূত্র জানিয়েছে, একজন হিন্দু মহিলা একটি বাসে ওঠার সময় তার ব্যাগটি ইশাক নামে ৪৫বছর বয়সি এক মুসলিম ব্যক্তির হাতে দেওয়াকে কেন্দ্র করে বজরং দলের তাকে লাঞ্ছনার ঘটনা ঘটে।
যদিও পুলিশের কাছে ইশাকের বয়ান অনুযায়ী, বাস থেকে নামার সময় এক হিন্দু মহিলা তার হাতে তাঁর ব্যাগ তুলে দিয়েছিলেন। বাস কন্ডাক্টর ইশাককে প্রশ্ন করেছিলেন যে কেন তিনি মহিলার সাথে কথা বলছেন। পুলিশ জানিয়েছে, ম্যাঙ্গালুরু থেকে বেঙ্গালুরুগামী একটি বেসরকারি বাসে বন্ধুর সঙ্গে যাচ্ছিলেন ওই মহিলা। বিষয়টি জানতে পেরে ম্যাঙ্গালুরুর পাম্প কূপ এলাকার কাছে বাসটি থামানোর চেষ্টা করে বজরং কর্মীরা। কিন্তু, বাস থামাতে না পেরে কাল্লাদকা শহরে তাদের সদস্যদের খবর দেয় তারা। অবশেষে বজরং দলের লোকেরা বৃহস্পতিবার মধ্যরাতে কাল্লাদকার কাছে দাসকোডিতে বাসটি থামায়। বজরং দলের দুষ্কৃতীরা তখন ইশাকও ওই মহিলাকে বাস থেকে নামতে বাধ্য করে এবং তাদের সঙ্গে নিয়ে যায়। এরপর তাকে নির্মমভাবে মারধর করে দুষ্কৃতীরা। পরে তারা বান্তওয়াল পুলিশকে খবর দিলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুজনকে নিরাপদ হেফাজতে নিয়ে যায়। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বজরং দলের লোকজনের সঙ্গে ওই মহিলার বচসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বজরং দলের লোকেরা পুলিশকে জানিয়েছে যে তারা দুজন একটি স্লিপার বাসে একসাথে ভ্রমণ করছিল এবং তারা সন্দেহ করেছিল যে এটি লাভ জিহাদ। ওই মহিলার বাবা-মাকে ফোন করে তাদের সঙ্গেই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর। দু সপ্তাহের মধ্যে লাভ জিহাদ সসেদহে মারধরের ষষ্ঠ ঘটনা ঘটল দক্ষিণ কন্নড় জেলায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct