মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম নেই কেন? এমন প্রশ্নে এলাকার মানুষের চাপে পড়ে নিজের প্রধানকে ঘিরে অবস্থান বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিলেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের এক সদস্য। বৃহস্পতিবার দুপুরে এমন ঘটনাটি ঘটেছে নলহাটি দুই নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতে। সদ্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকাভুক্তদের নাম। সেই নামের তালিকায় বঞ্চিত হয়েছেন অধিকাংশ গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের নাম। সেই বিক্ষোভ ও প্রতিবাদে সরব হলেন শীতলগ্রাম অঞ্চলের সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেসের শীতলগ্রাম পঞ্চায়েত সদস্য তাইজউদ্দিন মন্ডল মধু বলেন, এই অঞ্চলের অধিকাংশ মানুষ দরিদ্র শ্রেণীর। তারা সরকারি বাড়ি পাওয়ার জন্য আবেদন পত্র নিয়ে ব্লক অফিসে গেলেও আবেদন পত্র জমা করার সময় বিডিও রিসিভ কপি দেন না। এলাকার মানুষ চাইছে আবেদনপত্র গুলি স্থানীয় পঞ্চায়েত অফিসেই জমা নিয়ে রিসিভ করা হোক।পরবর্তী সময়ে যখন সরকারী নির্দেশিকা আসবে তখন আবেদনপত্র গুলি যাচাই করে রাজ্য স্তরে নাম পাঠালে সেক্ষেত্রে প্রকৃত গরীব মানুষের সরকারি বাড়ি পেতে সুবিধা হবে। তিনি আরো বলেন, এলাকার মানুষের চাপে মানবিকতার স্বার্থে তাদের কথা প্রধানকে বলতে এসেছিলাম। লিখিত ভাবে পঞ্চায়েত অফিসকে জানানো হলেও এদিন শীতলগ্রাম পঞ্চায়েত প্রধান শিবানী মাল ও উপ প্রধান সাধারণ মানুষের কথা শুনতে আসেননি। তাই পঞ্চায়েত সচিব অরুণ কুমার মন্ডলের হাতে দাবি পত্র তুলে দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct