নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: নদিয়া জেলার শান্তিপুর সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হল হাসপাতালের ভেতরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ। শান্তিপুর ২৩ নম্বর ওয়ার্ডের সুত্রাগড় কাজীপাড়ার বাসিন্দা জুব্বার সেখের অভিযোগ, এদিন তার গর্ভবতী স্ত্রীকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। অভিযোগ চিকিৎসার গাফিলতিতে বাচ্চা পেটের ভিতরেই মারা যান,তবুও জানানো হয়নি পরিবারকে। বুধবার সকালে তার স্ত্রীকে আবারো আল্ট্রাসনোগ্রাফি করানো হয়,এরপর পেটের ভেতরে বাচ্চা মারা গেছে বলে জানানো হয় পরিবারকে। অভিযোগ প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও গর্ভবতীর মায়ের পেট থেকে মৃত বাচ্চা বের করার কোন ব্যবস্থা করেনি হাসপাতালের চিকিৎসকেরা। ঘটনা জানাজানি হতেই রোগী পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা উত্তেজিত হয়ে পড়ে,এরপর শান্তিপুর হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।যদিও ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ,এরপর রোগী পরিবারের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।এই ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ তোলে রোগী পরিবারের সদস্যরা। সকাল থেকেই নেই কোন গাইনো ডাক্তার এছাড়াও শান্তিপুর হাসপাতালে সুপারকে জানিও কোন লাভ হয়নি। এখন প্রসূতি গৃহবধূর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও পরিবারের দাবি, ব্যবস্থা করুক শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct