রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: মাটির বাড়ি থাকা সত্ত্বেও নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনায়। তাই অবিলম্বে আবাস যোজনা সুবিধা পেতে বৃহস্পতিবার মুর্শিদাবাদের বড়ঞা ব্লকে বিক্ষোভ ও অনশনে বসলো শতাধিক বাসিন্দা ও বড়ঞা ব্লক কংগ্রেসের নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে বড়ঞা ব্লক অফিস চত্বরে এই বিক্ষোভ ও অনশন কর্মসূচি করা হয়। মূল দাবি রাখা হয় অবিলম্বে সঠিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা ঘোষণা করা হোক বা যারা এখনো মাটির বাড়িতে বসবাস করে পাকা বাড়ি করার সামর্থ্য নেই তাদের নাম নথিভুক্ত করা হোক। বড়ঞা বিডিওর আশ্বাস না পাওয়া অব্দি এই বিক্ষোভ চালাবেন বলেও তারা জানান। যদিও পরে বিক্ষোভ কারীদের যথাযথ দাবি শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন বড়ঞার বিডিও মনিশ নন্দী।
বিরোধীদের অভিযোগ, ওই প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার জন্য ‘কাটমানি খাচ্ছেন’ শাসক দলের লোকেরা। নিজেদের লোকেদের নাম তাঁরা তালিকায় ঢুকিয়ে দিয়েছিলেন। সংশোধিত তালিকাতেও ওই সব অপেক্ষাকৃত ‘বড়লোক’দের নাম থেকে যাচ্ছে। সেই কারণে, তালিকা বাতিলের দাবিও উঠেছে। বিক্ষোভকারি ডলি বিবি বলেন, “ তৃণমূল গোপনে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিজেদের নেতা-কর্মীদের নাম তালিকায় ঢুকেয়েছিল। এমন বহু নাম তালিকায় রেখে দেওয়া হচ্ছে। যাঁদের প্রকৃতই ঘরের প্রয়োজন, তাঁরা পাচ্ছেন না। এই তালিকা বাতিল করে প্রকৃত গরিব মানুষের নাম ঢোকাতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct