আপনজন ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে একজন আইরিশ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আইরিশ প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননে জাতিসংঘের আইরিশ অন্তর্বর্তী বাহিনীর শান্তিরক্ষী সৈন্যদের আটটি দল বহনকারী একজোড়া সাঁজোয়া যানে গুলি চালানো হয়েছে। মঙ্গলবার রাতে গাড়ি দুটি দেশটির আল আকবিয়া থেকে বৈরুতের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আইরিশ সামরিক বাহিনী জানিয়েছে, তিনজন আহত সৈন্যের মধ্যে একজনের অবস্থা গুরুতর। লেবাননে জাতিসংঘের আইরিশ অন্তর্বর্তী বাহিনীও এ তথ্য নিশ্চিত করেছে। তবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি বলেছেন, ‘আমরা স্থানীয় বেসামরিক নাগরিকদের নিয়েও ভাবছি। তারা এ ঘটনায় আহত বা ভীত হয়ে থাকতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct