আপনজন ডেস্ক: পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে আফগানিস্তানের ক্ষমতাসীন দল তালেবান বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় বেসামরিক এলাকায় গোলাগুলিতে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুই দেশের চ্যামান সীমান্তে এ ঘটনা ঘটে। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, চ্যামান সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের সংর্ঘষের উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, আফগানিস্তানের তালেবানের ছোড়া দুটি কামানের গোলা পাকিস্তানের সীমান্তের বেসামরিক এলাকা চ্যানগ্যাইজ পড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct