নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল এক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা।বৃহস্পতিবার সেখানে বিচারপতি জানতে চেয়েছেন -'এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে নিম্ন আদালতে পেশ করাতে কেন ১০ দিন সময় দেওয়া হল'? এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের তরফে দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ জারি করা হয়েছে । হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জেলা বিচারককে রিপোর্ট জমা দিতে হবে বলে জানা গেছে। এর আগে সুবীরেশকে জেল থেকে হেফাজতে নিয়ে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করতে বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইমতো আলিপুর আদালতে আবেদন করার কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী জানান, -' গত ১২ ডিসেম্বর সুবীরেশকে হাজির করানো হয়েছিল। ২২ ডিসেম্বর আবার আদালতে তাঁর হাজিরার কথা'।উল্লেখ্য, শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গত ১৯ সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে নিজাম প্যালেসে তলব করে গ্রেফতার করেছিল সিবিআই। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, -'সুবীরেশ এসএসসির চেয়ারম্যান থাকাকালীন তাঁর নির্দেশেই কিছু নির্দিষ্ট পরীক্ষার্থীর মার্কশিটের নম্বর বদল করা হয়েছিল'।নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।আজ পেশ করা হতে পারে সুবীরেশ ভট্টাচার্য কে আলিপুর আদালতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct