সেখ মহম্মদ ইমরান, খড়্গপুর, আপনজন: বুধবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের পাঁচবেড়িয়া লোহানিয়া হাই মাদ্রাসায় (উঃ মাঃ) মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন মদ্রাসার প্রতিধিগন তাদের পেশাগত সমস্যা সমাধান এর দাবিসহ সহ শিক্ষাপ্রতিষ্ঠান গুলির সার্বিক উন্নয়ন এর পক্ষে সওয়াল করেন। সভায় ১৩ দফা দাবী সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়। আনএডেড মাদ্রাসা গুলিতে মিড- ডে মিলের ব্যবস্থায় নেই বলে অভিযোগ তোলা হয় সম্মেলনে। ১৬তম ত্রি বার্ষিক সম্মেলনে আবুতালেব মল্লিক কে সভাপতি ও মির্জা আজিবুর রহমান কে সম্পাদক করে একটি পুর্নাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম, বশিরহাট আমিনিয়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শহীদুল ইসলাম, শিলিগুড়ি সামশীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মহঃ সেলিম, বাজ্যের যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান, মহঃ বাকিবিল্লাহ খান,সাবির আলি,আঃ কাদের মন্ডল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct