আপনজন ডেস্ক: ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এ বছর শেয়ারের মূল্য ব্যাপক হারে হ্রাসের পর ইলন মাস্ক আর বিশ্বের শীর্ষ ধনী নন। ফোর্বস ম্যাগাজিন ও ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ককে টপকে শীর্ষে উঠে এসেছেন ফ্রান্সের লাক্সারি গ্রুপ এলভিএমএইচের প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্ট। সোমবার ইলন মাস্ককে টপকে ফোর্বসের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন এলভিএমএইচের প্রধান নির্বাহী। সিএনবিসি জানিয়েছে, সোমবার দিন শেষে শেয়ারবাজারে টেসলার শেয়ারের দর পড়েছে ছয় দশমিক তিন শতাংশ। ইলন মাস্কের সম্পদের সবচেয়ে বড় উৎস ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গত এক বছরে অর্ধেকের বেশি বাজারমূল্য হারিয়েছে টেসলা। বাজার বিশ্লেষকদের মতে, টেসলার এ পরিস্থিতির জন্য ইলন মাস্কের খামখেয়ালী টুইটার অধিগ্রহণ দায়ী। টুইটারের মালিকানা পেতে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার খরচ করেছেন ইলন মাস্ক। টেসলার শেয়ার বিক্রি করে ওই অর্থের বেশির ভাগ জোগাড় করেছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct