সম্প্রীতি মোল্লা, আসানসোল, আপনজন: বুধবার সন্ধেয় আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানের শেষে এমনই হুড়োহুড়ি হয় যে বহু মানুষ পদপিষ্ট হয়ে যান। পায়ের চাপে পড়ে এক শিশু ও দু’জন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা যায় এদিন। জখম আরও ৭ জন বলে জানা গেছে। যদিও এই ঘটনা যখন ঘটে সেই সময় অনুষ্ঠান মঞ্চে ছিলেন না বিরোধী দলনেতা। আসানসোল পুলিশ কমিশনারের অভিযোগ, ‘শুভেন্দু অধিকারীর সভায় কম্বল বিতরণ অনুষ্ঠান করা হবে বলে জানানো হয়নি। ফলে ওই জমায়েতের কোনও অনুমতি ছিল না’। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনাতেই সরব হয়েছে তৃণমূল। তৃণমূল শিবিরের অভিযোগ, সামান্যতম ব্যবস্থা ছিল না বলেই মৃত্যু হয়েছে কিশোরী সহ আরও ২ জনের। আহত একাধিক। মৃত ও আহতদের পরিবারের জন্য দাবি তোলা হয়েছে ক্ষতিপূরণের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনাতে শোকপ্রকাশ করেছেন। তাঁর কটাক্ষ, ‘পাগলের হাতে দেশলাই পড়লে যা হয়’।এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct