নিজস্ব প্রতিবেদক, মেমারি, আপনজন: সোমবার মামূন ন্যাশনাল স্কুলের পানাগড় গার্লস শাখায় সারাদিন ব্যাপী এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাক্তন আইএএস তথা বিশিষ্ট শিক্ষাবিদ, জিডি মনিটরিং কমিটির চেয়ারম্যান সেখ নুরুল হক। ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশনাল প্রোগ্রামে অংশ নিতে নুরুল হক এবং তার স্ত্রী মুনিরা বেগম মামূন ন্যাশনাল স্কুলের তিনটি ক্যাম্পাস পরিদর্শনে যান। তারা পান্ডুয়া ও মেমারি ক্যাম্পাস পরিদর্শন করে সোমবার সন্ধ্যায় পৌঁছান পানাগড় গার্লস ক্যাম্পাসে। সন্ধ্যা আটটায় দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের নিয়ে তিনি তাদের ক্যারিয়ার বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। উপস্থিত ছাত্রীরা এইচএস পরবর্তী পড়াশোনা ও ক্যারিয়ার বিষয়ে নানাবিধ প্রশ্ন করেন হক সাহেবকে। প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে সোমবার এই সুন্দর অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
মঙ্গলবার সকালে উচ্চ মাধ্যমিক স্তরের বিভিন্ন বিষয় নিয়ে (পদার্থ, রসায়ন, বায়োলজি ইত্যাদি) শিক্ষকদের সঙ্গে তিনি আলোচনায় শামিল হন। আলোচনার শেষে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রীদের দীর্ঘক্ষণ ক্লাস নেন। প্রচুর উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ছাত্রীরা ক্লাস করে এবং ফিজিক্সের বহু বিষয়ে তারা দারুণভাবে সমৃদ্ধ ও মুগ্ধ হয়। দুপুরের পর বিদ্যালয়ের অনুষ্ঠান শুরু হয়। নুরুল হক ক্যাম্পাসের মিনি ইনডোর হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সেক্রেটারি কাজী মুহাম্মদ ইয়াসিন, কাজী ত্বহসিন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও কর্মীবৃন্দ। ইনডোর হল-এর উদ্বোধন প্রসঙ্গে নুরুল হক বলেন, এই ধরনের পদক্ষেপ মেয়েদের খেলাধূলার সুযোগ এনে দেবে এবং মেয়েদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটাবে। ক্যারিয়ার কাউন্সেলিং এবং মোটিভেশনাল মূল প্রোগ্রাম হয় বিদ্যালয় এর মাঠে। এই অনুষ্ঠানেরও প্রধান অতিথি ও বক্তা ছিলেন সেখ নুরুল হক। ক্বেরাত পাঠ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই আলোচনা সভায় সভাপতির পথ অলংকৃত করেন বিশিষ্ট শিক্ষক সিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মামূন ন্যাশনাল স্কুলের সেক্রেটারি কাজী মুহাম্মদ ইয়াসিন, সিদ্দিকি আকবর মিশনের সেক্রেটারি মাসুদ মিদ্দ্যা, বড়জোড়া কিশলয় মিশনের সেক্রেটারি রবিউল হোসেন মন্ডল, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, কর্মীবৃন্দসহ ওই এলাকার বিশিষ্টজনেরা। অতিথিদের ফুল ও অন্যান্য সামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সঞ্চালিকার দায়িত্ব পালন করেন ইংরেজি শিক্ষিকা পূজা সাউ। দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী রূকসা মণ্ডল-এর সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। উল্লেখ্য, মরহুম প্রখ্যাত আলেম ও বাগ্মী গোলাম আহমদ মোর্তজার হাত ধরে মেমারি, পাণ্ডুয়া ও পানাগড়ে প্রতিষ্ঠিত হয় মামূন ন্যাশনাল স্কুল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct