আপনজন ডেস্ক: রোগ মুক্তির জন্য প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ওষুধের সংকট ক্রমেই বাড়ছে ইউরোপের দেশগুলোতে। বিপরীতে কমছে এর উৎপাদন।শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। বিভিন্ন দেশের পক্ষ থেকে দেয়া তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমটি জানায়, অ্যামক্সিসিলিন, সেফালোস্পোরিনসহ বিভিন্ন ধরনের অতি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের সরবরাহ বাজারে খুবই কম। ফলে কানের সংক্রমণ থেকে শুরু করে নিউমোনিয়ার মতো অতিসাধারণ রোগের চিকিৎসাও ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ইউরোপের দেশগুলোতে চিকিৎসকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, অ্যান্টিবায়োটিকের এমন সংকটের কারণ হলো, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় উপাদনের সরবরাহ পাচ্ছে না। বিশেষ করে অ্যান্টিবায়োটিক মোড়কজাতকরণের উপাদানের অভাব ও বিদ্যুৎ ঘাটতি। চীনের জিরো কোভিড নীতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধির কারণে এমনটা হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct