আপনজন ডেস্ক: অমেরিকার ফ্লোরিডা রাজ্যের একটি স্কুলে শিক্ষার্থীদের নামাজে বাধা দেয়ার অভিযোগে সেখানকার এক শিক্ষিকাকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। গত শনিবার আলজাজিরা জানায়, রাজ্যের মিয়ামি শহরের ফ্র্যাঙ্কলিন স্কুলে ঘটনাটি ঘটে। শিক্ষার্থীরা স্কুলের একটি হলরুমে নামাজ পড়ার সময় ওই শিক্ষিকা তাদের সাথে এ আচরণ করেন। এরই মধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে- শিক্ষার্থীরা একটি রুমে নামাজ পড়ছে। এ সময় শিক্ষিকা সেখানে প্রবেশ করতে করতে বলছেন, ‘থামো, এটি আমাদের অফিস। তোমরা এখানে যাদু করতে এসেছো। আমি খ্রিষ্টধর্মে বিশ্বাসী। তাই এখানে আমি তোমাদের বাধা দেব।’ কথা বলতে বলতে নামাজরত শিক্ষার্থীদের সামনে দিয়ে হেঁটে যান তিনি। সূত্র জানায়, স্কুলের দুইজন শিক্ষক থেকে অনুমতি নিয়েই শিক্ষার্থীরা ওই হলরুমে নামাজ আদায় করছিল এবং সবকিছু ভালোয় ভালোয় চলছিল। ওই শিক্ষিকা সেখানে প্রবেশের পরই পরিস্থিতি বদলে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct