সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের চোয়াপাড়া অঞ্চলের সাহেবরামপুর বাজার থেকে চাঁদের পাড়া পর্যন্ত এক কিলোমিটার পিচ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ এলাকাবাসীদের। মঙ্গলবার সকলে পি ডব্লিউ ডির আধিকারিক সহ ব্লকের ইঞ্জিনিয়ার রাস্তার কাজ পরিদর্শন করতে আসলে আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকা বাসীরা। স্থানীয়দের দাবি রাস্তার কাজ নিম্নমানের করে চলে গেছে, কোনো সিডিউল মেনে পিচ রাস্তার কাজ হয়নি। আর সেই রাস্তার পরিদর্শনে এসে ছবি তুলছিল এমন অভিযোগ এনে বিক্ষোভ করেন এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্তনে আনে। এই ঘটনায় ব্লকের জুনিয়ার ইঞ্জিনিয়ার জানান রাস্তার কাজে কোনো দুর্নীতি হয়নি, এলাকা বাসীদের কিছু বোঝার ভুলে এই পরিস্থিতি তৈরী হয়। তিনি আরো বলেন এটা কোনো রাস্তা তৈরি হয়নি। একটা রাস্তা তৈরি পরে তার পাঁচ বছরের মধ্যে মেরামতের চুক্তি থাকে সেই অনুযায়ী রাস্তার উপরে পিচ দিয়ে মেরামত করা হয়েছে। নিয়ম অনুযায়ী কাজ হয়েছে প্রধান মন্ত্রী সড়ক যোজনার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct