অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রধানের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির আনা অনাস্থা প্রস্তাব মুলতুবি হতেই বালুরঘাটে বিডিও অফিসে বিক্ষোভ শুরু হয়। সেসময় বিডিও অনুজ সিকদারকে মারধরের অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের তাঁর ঘরেই চেয়ার ছুড়ে মারে বিজেপি নেতা বলেই অভিযোগ। এই ঘটনায় বিডিওর মাথায় ও হাতে চোট লাগে। বর্তমানে বালুরঘাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিডিও অনুজ শিকদার। বিডিওকে চেয়ার ছুড়ে মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বালুরঘাট হাসপাতালে গিয়ে সেই বিডিও-র শারীরিক অবস্থার খোঁজ নিলেন জেলাশাসক। অন্যদিকে, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক-এর উপর হামলার ঘটনায় নিরাপত্তার দাবিতে বালুরঘাটে বিডিও অফিসের সামনে প্রতীকী প্রতিবাদে শামিল ব্লকের অন্যান্য কর্মীরা। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে যান জেলাশাসক। এছাড়াও সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) শুভাশিস বেজ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। আক্রান্ত বিডিও’র সাথে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন জেলা শাসক।
এ বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, আমার অন্যান্য সহকর্মীরা মিলে আজ বালুরঘাটের বিডিওকে দেখতে এসেছি। উনার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। আমরা সকলে ওনার পাশে রয়েছি। অন্যদিকে, মঙ্গলবার সাড়ে বারোটা নাগাদ বালুরঘাট বিডিও অফিসের অন্যান্য সহকর্মীরা এই ঘটনায় প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন। মূলত এটি একটি প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ছিল বলেই জানা গিয়েছে। বিডিও অফিসের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই জায়গা থেকে এই প্রতীকি বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন কর্মী ও আধিকারিকেরা। তবে এখনই কর্মবিিতির কোনো চিন্তা ভাবনা নেই ব্লকের অন্যান্য কর্মীদের। এ বিষয়ে বালুরঘাট ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়নের আধিকারিক সুশান্ত প্রামানিক জানান, গতকাল আমাদের বিডিও সাহেবের উপরে যে ন্যক্কারজনক আক্রমণ হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে সমস্ত সহকর্মীরা একত্রিত হয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি এই প্রতীকি প্রতিবাদ কর্মসূচির। সকলেই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তার জন্য এই প্রতিবাদ কর্মসূচি। এখন আমরা কর্ম বিরতিতে শামিল হইনি। আমরা সকলে মিলিতভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নেব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। যদি আমাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিতকরা না হয়, তাহলে আমরা কর্মবিরতিতে শামিল হব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct