ঐতিহাসিক হিরাঝিল প্রাসাদ সংরক্ষণের উদ্যোগ
সুবিদ আলি মোল্লা
আপনজন: উত্তর ২৪ পরগনার বারাসাত একাডেমী অফ কালচার এর উদ্যোগে ৬ ও ৭ ই ডিসেম্বর ২০২২ মুর্শিদাবাদের মনসুর গঞ্জ,লালবাগ ,খোশবাগ ও নসিপুর প্রকৃতি এলাকায় উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হল “মুর্শিদাবাদ চারুকলা উৎসব ২০২২” উৎসবের উৎকর্ষ বেড়ে গেল যখন বিশিষ্ট শিল্পীরা উপস্থিত হলেন প্রায় ধ্বংস হয়ে যাওয়া ঐতিহাসিক হীরাঝিল প্রাসাদের ওখানে চিত্র কর্মশালায়। চিত্রকলার বিষয় ছিল “শিল্পীর কল্পনায় হিরাঝিল প্রাসাদ”। তুলির টানে ফুটে উঠল প্রাসাদের অনুপম চিত্র। এই চিত্রকর্মশালায় যোগ দিলেন বারাসাত আকাদেমি অফ কালচারের সদস্য ও আমন্ত্রিত স্বনামধন্য প্রবীণ ও প্রতিভাবান নবীন শিল্পীরা। বারাসাত একাডেমী অফ কালচারের সভাপতি তৈয়ব উল ইসলাম জানালেন, আমাদের এই চিত্রকর্মশালার মাধ্যমে যে বিষয়গুলোর ওপর আমরা গুরুত্ব আরোপ করেছি সেগুলো হল
১.হিরাঝিল প্রাসাদে সিরাজউদ্দৌলা স্মৃতি সংগ্রহশালা ও শহীদ মিনার নির্মাণ।
২.ইংরেজদের দ্বারা বিলুপ্ত হয়ে যাওয়া মুর্শিদাবাদ ধারার চিত্রশিল্পের পুনঃ প্রচলন করা। তিনি আরো জানালেন,
“ বারাসাত আকাদেমী অব কালচারের শিল্পীরা এদিন ছবি আঁকার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের সঙ্গে পথচলা শুরু করল।” সিরাজউদ্দৌলা স্মৃতি সংগ্রহশালায় প্রদর্শনের জন্য বিভিন্ন দ্রব্য সংগ্রহ এবং রেপ্লিকা নির্মাণের দায়িত্ব গ্রহণ করার কথাও ঘোষণা করেন বারাসাত আকাদেমির সভাপতি তৈয়বউল ইসলাম। কর্মশালার পাশাপাশি ছিল সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান । সম্মাননা দেওয়া হল সেবামূলক কাজ, ইতিহাস প্রেম ও সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মুর্শিদাবাদের ছোট নবাব সৈয়দ রেজা আলি মির্জা সাহেব কে। এছাড়া বিশেষ সম্মাননা দেয়া হলো “নবাব সিরাজদৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট” এর প্রেসিডেন্ট সমর্পিতা দত্ত মহাশয়া কে। যে সব গুণী শিল্পীদের উপস্থিতিতে এই চিত্রকর্মশালা উজ্জ্বল হয়ে উঠেছিল তাদের কয়েকজন হলেন পঞ্চানন চক্রবর্তী ,কমলেশ রায় ,শ্রী প্রদীপ রক্ষিত, প্রশান্ত কুমার বসু ,মানিক দেবনাথ ,রিন্টু রায়চৌধুরী, শেখ ইকবাল হোসেন ,জোয়েফ খান, কমলেশ রায় , আকাশ মাইতি, ঠাকুরদাস দেবশঙ্কর শান্তনু দত্ত ও বারাসাত একাডেমি অফ কালচারের সভাপতি তৈয়ব উল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct