রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: আবাস যোজনার তালিকা সঠিকভাবে তৈরি করা, নিরপেক্ষ তদন্ত এবং দুঃস্থ বঞ্চিতদের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে বিডিও অফিসের গেট ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মহিলারা। অবিলম্বে সঠিকভাবে নাম যাচাই ও জিও ট্যাগ করার পরেও তালিকায় নাম না আসা বঞ্চিতদের নাম অন্তর্ভুক্তির দাবিতে সরব হন তারা। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ বিডিও অফিসে। দফায় দফায় বিক্ষোভ স্লোগানে সামিল হন শত শত মহিলা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ বাহিনী। বিক্ষোভে মহিলাদের সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএমের ধূলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাসসার হোসেন, সিটু নেতা মোহাম্মদ আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিপিআইএমের পক্ষ থেকে যোগ্যদের নাম অন্তর্ভুক্তিরও দাবি তোলা হয় বিক্ষোভ সভায়। আবাস যোজনার কাজ করতে গিয়ে চাপের মুখে পড়তে হয় আইসিডিএস ও আশা কর্মীদেরও। স্বাধীন কাজ করতে না পারায় সামসেরগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। মঙ্গলবার দুপুরে সামসেরগঞ্জ বিডিও অফিসে আইসিডিএস ও আশা কর্মীদের আন্দোলন ঘিরে কার্যত চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডার হাতে স্মারকলিপি তুলে দেন আইসিডিএস ও আশা কর্মীরা। স্বাস্থ্য বিষয়ক কাজ ছাড়া অন্য কোনো কাজ তারা করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন আইসিডিএস ও আশাকর্মীদের। আন্দোলনকারী মাহেদা খাতুন নামে এক মহিলা জানান, খুব দুঃখজনক ঘটনা। যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদের নাম তালিকায় নেই। জিও ত্যাগ করার পরেও প্রকৃত উপভোক্তারা ঘর পাচ্ছেন না। অবিলম্বে এর সুরাহা করতে হবে। যদিও পরে সামসেরগঞ্জের বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডার আশ্বাসে উঠে যায় বিক্ষোভ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct