সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: প্রয়াত সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হলো। ধানশিমলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধানশিমলাতে সোমবার বিকেলে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রথমে অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে ও প্রদীপ প্রজ্জ্বলন করে তাকে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মন্ডলের তত্ত্বাবধানে এই স্মরণ সভার আয়োজন করা হয়। শুধুমাত্র এলাকার সাধারণ মানুষ নয় আশেপাশের গ্রামের সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকরা অনিরুদ্ধ বন্দোপাধ্যায়ের স্মরণ সভায় অংশগ্রহণ করেন। অনিরুদ্ধ বন্দোপাধ্যায় সোনামুখী ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কংগ্রেস আমলে ধানশিমলা পঞ্চায়েতের ১৫ বছর পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সমালেছেন। সোনামুখী ব্লকের তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা প্রয়াত অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়কে আজও স্মরণ করে আসছেন।
এ দিনের এই স্মরণসভা থেকে ধানশিমলা পঞ্চায়েত এবং সোনামুখী ব্লকের প্রতিটি পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করার অঙ্গীকার করলেন উপস্থিত দলীয় কর্মী এবং দলীয় নেতৃত্বরা। এ দিনের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মন্ডল , সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি, সোনামুখী ব্লক তৃণমূল সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় , সোনামুখী ব্লক যুব তৃণমূল সভানেত্রী মন্দিরা ব্যানার্জি, রাধামোহনপুর অঞ্চল তৃণমূল সভাপতি দেবাশীষ ঘোষ , সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ দিব্যেন্দু সেন , সোনামুখী ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী সোমা ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব। ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মন্ডল জানান অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় ছিলেন সততার প্রতীক। তার দেখানো পথে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামীতে উন্নয়নের জন্য কাজ করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct