নিজস্ব প্রতিবেদক, মোথাবাড়ি, আপনজন: এক শিশুকে বাঁচাকে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক রাজমিস্ত্রি যুবকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মোথাবাড়ি থানা এলাকায়। অমৃতি এলাকায় পিসির বাড়ি থেকে ফেরার পথে গীতামোড়ে এলাকার পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বাঙ্গিটোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে মালদা মেডিকেল ও পরে স্থানান্তরিত করা হয় কলকাতায় এনআরএস-এ নিয়ে গেলে সেখানে শুক্রবার তাঁর মৃত্যু হয়। মৃতের নাম কেশব বসাক(৩৪)। পেশায় তিনি ছিলেন একজন রাজমিস্ত্রি। মোথাবাড়ি থানার উত্তরলক্ষীপুরের তাঁতিপাড়া গ্রামে বাড়ি তাঁর।
গত রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বাইকে করে বাড়ি আসার পথে গীতামোড়ের কাছে পেট্রোল পাম্পের কাছে রাজ্য সড়কে বাইক দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, একাই বাইক চালিয়ে আসছিলেন। ওই সময় শিশু রাস্তার পার হতে গেলে তাকে বাঁচাতে গিয়ে উল্টে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গুরুতর আহত বাইক চালক কেশব বসাককে প্রথমে স্থানীয় বাঙ্গিটোলা গ্রামীন হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হলে কলকাতা নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে অবশেষে শুক্রবার ওই শ্রমিক মারা যান। রবিবার ভোরে মরদেহ গ্রামে পৌঁছাবে বলে জানা গেছে। এই দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনরা।বাড়িতে রয়েছে স্ত্রী মৌসুমী বসাক ও তিন বছরের একটি শিশু কন্যা তাদের নিয়ে ছিল কেশবের সংসার। বাবা দীনেশ বসাক ও মা শান্তি বসাক আগেই প্রয়াত হয়েছেন।স্বভাবতই কেশবকে হারিয়ে শোকাচ্ছ এলাকা এবং কীভাবে তাদের গরীব সংসার চলবে তা নিয়ে একরকম দুশ্চিন্তায় পড়েছে পরিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct